তদন্তের নামে হয়রান করতে পারে পুলিশ, হাইকোর্টের দ্বারস্থ চৈতালি তিওয়ারি

তদন্তের নামে হয়রান করতে পারে পুলিশ, হাইকোর্টের দ্বারস্থ চৈতালি তিওয়ারি

আসানসোলে শিবচর্চা অনুষ্ঠানে পদপিষ্ট হয়ে ৩ জনের মৃত্যুর ঘটনায় তাঁকে জেরা করতে বাড়িতে হাজির হয়েছে পুলিশ। ওদিকে রক্ষাকবচ দাবি করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন আসানসোল পুরনিগমের বিরোধী দলনেত্রী চৈতালি তিওয়ারি। মঙ্গলবার বিচারপতি জয় সেনগুপ্তের এজলাসে দায়ের হয়েছে মামলাটি। বুধবার মামলাটির শুনানি হতে পারে।

গত ১৪ ডিসেম্বর সন্ধ্যায় আসানসোলে চৈতালিদেবীর ওয়ার্ডে শিবচর্চা অনুষ্ঠানের আয়োজন হয়েছিল। অনুষ্ঠান শেষে ৫০০০ কম্বল বিতরণের কথা ছিল। অনুষ্ঠানে অল্প সময়ের জন্য হাজির ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। তিনি মঞ্চ ছাড়তেই কম্বল নিতে হুড়োহুড়ি পড়ে যায়। তাতে পদপিষ্ট হয়ে মৃত্যু হয় ১ নাবালিকাসহ ৩ জনের। সেই ঘটনায় চৈতালিদেবীকে অভিযুক্ত করেছে পুলিশ। সোমবার সকালে তাঁকে জেরা করতে তাঁর বাড়ি যান পুলিশ আধিকারিকরা। কিন্তু গিয়ে দেখেন বাড়ি তালাবন্ধ।

এর পরই বেলা বাড়লে জানা যায়, রক্ষাকবচ চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন চৈতালি তিওয়ারি। তাঁর দাবি, তদন্তের নামে হয়রান করা হতে পারে তাঁকে। রাজনৈতিক প্রতিহিংসা থেকে পুলিশকে দিয়ে এই কাজ করাতে পাশে শাসকদল তৃণমূল।

আসানসোলের ওই ঘটনায় এখনো পর্যন্ত ৬ বিজেপি কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।