মেট্রো ইন্ডিয়াকে কিনে নিচ্ছে রিলায়েন্স রিটেইল ভেঞ্চার! ২৮৫০ কোটি টাকার চুক্তি

মেট্রো ইন্ডিয়াকে কিনে নিচ্ছে রিলায়েন্স রিটেইল ভেঞ্চার! ২৮৫০ কোটি টাকার চুক্তি

মেট্রো ইন্ডিয়াকে কিনে নিচ্ছে রিলায়েন্স রিটেইল ভেঞ্চার। ২৮৫০ কোটি টাকার চুক্তি হয়েছে বলে খবর। মেট্রো ইন্ডিয়ার ১০০ শতাংশ শেয়ারই কিনবে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের সহযোগী সংস্থা রিলায়েন্স রিটেইল ভেঞ্চার। বলে রাখা ভাল, মেট্রো এজি-র মালিকানাধীন সহায়ক সংস্থা মেট্রো ইন্ডিয়া ২০০৩ সালে ভারতে ব্যবসা শুরু করে। এরাই দেশে প্রথম ‘ক্যাশ অ্যান্ড ক্যারি বিজনেস ফরম্যাট’-এর প্রবর্তন করে। বর্তমানে ২১টি শহরে মেট্রো এজি-র ৩১টি বড় ফরম্যাট স্টোর রয়েছে। কোম্পানিতে প্রায় ৩,৫০০ কর্মী কাজ করেন।

মেট্রো ইন্ডিয়া দেশে প্রধানত মুদি সামগ্রীর ব্যবসা করে। অন্য ছোট ব্যবসাও রয়েছে। ব্যবসায়ীদের বিভিন্ন পরিষেবাও প্রদান করে থাকে এরা। বর্তমানে ক্যাশ অ্যান্ড ক্যারির গ্রাহক সংখ্যা প্রায় ৩ মিলিয়ন। এর মধ্যে ১০ লক্ষ গ্রাহক স্টোর নেটওয়ার্ক এবং ই-বি টু বি অ্যাপের মাধ্যমে কেনাকাটা করেন। ২০২১-২২ আর্থিক বছরে মেট্রো ইন্ডিয়া প্রায় ৭,৭০০ কোটি টাকার বেচাকেনা করেছে। ভারতে ব্যবসা শুরুর পর থেকে এটাই তাদের সেরা পারফরম্যান্স।

অধিগ্রহণ করে রিলায়েন্স কতটা লাভবান হবে:

মেট্রো ইন্ডিয়া অধিগ্রহণ করলে আউটলেট নেটওয়ার্ক, খুচরো, প্রাতিষ্ঠানিক ক্রেতা এবং শক্তিশালী সরবরাহ চেইন রিলায়েন্সের হাতে আসবে। এর উপর ভর করে রিলায়েন্স রিটেইল সারা দেশে তাদের স্টোর খুলতে পারবে। ছোট ব্যবসায়ীদের সঙ্গে আরও ভাল সমন্বয়ের মাধ্যমে গ্রাহকদের সুবিধা প্রদান করবে। রিলায়েন্স রিটেল তার সাপ্লাই চেইনকে আগের থেকে আরও উন্নত করতে সক্ষম হবে। কোম্পানির সোর্সিং ক্ষমতাও প্রসারিত হবে।

এ প্রসঙ্গে রিলায়েন্স রিটেইলের ডিরেক্টর ইশা আম্বানি বলেন, ‘মেট্রো ইন্ডিয়ার অধিগ্রহণ আমাদের নতুন বাণিজ্যিক কৌশল। আমরা ছোট ব্যবসায়ী এবং উদ্যোগপতিদের সঙ্গে একটি বিশেষ মডেল নিয়ে কাজ করছি এবং এই অধিগ্রহণটিও সেই বিশেষ মডেলের অংশ। মেট্রো ইন্ডিয়া-র মতো ভারতে প্রথম সারির সংস্থা বি টু বি গ্রাহকদের সুবিধার্থে অসাধারণ মাল্টি চ্যানেল প্ল্যাটফর্ম তৈরি করেছে।’

এদিকে মেট্রো এজি-র সিইও স্টিফেন গ্রুবেল বলেন, ‘মেট্রো ইন্ডিয়ার সঙ্গে আমরা ভারতের মতো দ্রুত বর্ধনশীল বাজারে লাভজনক পাইকারি ব্যবসা করতে পেরেছি। রিলায়েন্স সঠিক অংশীদার খুঁজে পেয়েছে। ভারতকে সফল ভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এটা দরকার ছিল।’ এর ফলে গ্রাহক থেকে শুরু করে কর্মচারীরাও উপকৃত হবেন বলে তাঁর আশা। তাঁদের সংস্থাও এ দেশে পোর্টফোলিও দ্রুত সম্প্রসারণ করতে সক্ষম হবে বলেও মনে করেন স্টিফেন।

(Feed Source: news18.com)