চিনা কোম্পানি শিনের সঙ্গে হাত, রিলায়েন্স নিল এই বড় পদক্ষেপ
SHEIN E-Commerce : মাঝে চিনের সঙ্গে দ্বি-পাক্ষিক সম্পর্কে অবনতি হওয়ায় ই-কমার্স কোম্পানি শিনের সঙ্গে গাঁটছড়ায় (Reliance SHEIN Deal) ভাটা পড়েছিল রিলায়েন্সের (Reliance)। এবার সেই চিনা কোম্পানি ও মুকেশ অম্বানির (Mukesh Ambani) রিলায়েন্স রিটেল ভারতে তৈরি SHEIN ব্র্যান্ডের পোশাক বিক্রির পরিকল্পনা করছে। সারা বিশ্বে এই পোশাক পৌঁছে দেওয়া হবে। আগামী ৬-১২ মাসের মধ্যে শুরু হতে পারে এই কাজ। কোম্পানি তাদের সোর্সিং বাড়াতে চায় রয়টার্সের এক প্রতিবেদন অনুসারে, ই-কমার্স কোম্পানি Shein চিনে শুরু হলেও এখন এর সদর দপ্তর সিঙ্গাপুরে। চিন থেকে…








