রিলায়েন্সের এই কোম্পানির বিরুদ্ধে কড়া পদক্ষেপ সেবির, বাজেয়াপ্ত ব্যাঙ্ক অ্যাকাউন্ট
Reliance In Trouble: ফের বিপাকে শিল্পপতি অনিল অম্বানি (Anil Ambani)। এবার সেবির (SEBI) নির্দেশে সমস্যা বাড়ল রিলায়েন্সের (Reliance) এই কোম্পানির। একাধারে বাজেয়াপ্ত হল ব্য়াঙ্ক অ্য়াকাউন্ট (Bank Account) । কালই কি পড়তে পারে অনিল অম্বানির বিভিন্ন কোম্পানির শেয়ার (Share Market) ? অনিল অম্বানির কোন কোম্পানির বিরুদ্ধে ব্য়াবস্থা অতীতেও অনিল অম্বানির কোম্পানিগুলি প্রায়শই বিতর্কে থেকেছে। বাজার নিয়ন্ত্রক সংস্থা সেবির কঢ়া পদক্ষেপের মুখে পড়েছে অনিলের কোম্পানি। এখন তার কোম্পানি রিলায়েন্স বিগ এন্টারটেইনমেন্ট (RBEP এন্টারটেইনমেন্ট প্রাইভেট লিমিটেড) ভারতীয় বাজার নিয়ন্ত্রক SEBI থেকে কঠোর…