Harry Brook | IPL Auction 2023: ‘মা-ঠাকুমা অঝোরে কাঁদছে!’ আবেগি হয়ে পড়লেন ১৩.২৫ কোটির ক্রিকেটার

Harry Brook | IPL Auction 2023: ‘মা-ঠাকুমা অঝোরে কাঁদছে!’ আবেগি হয়ে পড়লেন ১৩.২৫ কোটির ক্রিকেটার

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: চলতি বছর ইংল্যান্ডের সেরা আবিষ্কার হ্যারি ব্রুক (Harry Brook)। এই নিয়ে কোনও সন্দেহ নেই কারোর। চাপের মুখে কীভাবে ব্যাট করতে হয়, তা তিনি টি-২০ বিশ্বকাপে (T20 World Cup 2022) দেখিয়ে দিয়েছেন। ক্রিকেটের যে কোনও ফরম্যাটেই ব্রুক কার্যকরী। কোচিতে আইপিএল মিনি নিলামের (Harry Brook) আগেই জানা গিয়েছিল যে, মিডল অর্ডার শক্তিশালী করার জন্য যে কোনও ফ্র্যাঞ্চাইজিই ঝাঁপাবে ব্রুকের জন্য। বাস্তবে সেটাই ঘটেছে। ১.৫ কোটি টাকার বেসপ্রাইজে থাকা ব্রুক রীতিমতো নিলাম যুদ্ধ বাঁধিয়ে দিয়েছিলেন। শেষ পর্যন্ত সানরাইজার্স হায়দরাবাদ (Sunrisers Hyderabad) ১৩.২৫ কোটি টাকায় তাঁকে দলে নিয়েছে। ব্রুক ভাবতেও পারেননি যে, এত দাম তিনি পাবেন ক্রোড়পতি লিগে।

সানরাইজার্স ইনস্টাগ্রামে ব্রুকের একটি ভিডিয়ো পোস্ট করেছেন। ব্রুক বলছেন, ‘হায় অরেঞ্জ আর্মি। আমি উত্তেজনায় ফুটছি। এই সুযোগের জন্য আমি কৃতজ্ঞ। চলতি বছর সানরাইজার্সের হয়ে খেলার জন্য মুখিয়ে আছি। আমি শুনেছি এখানকার পরিবেশ অবিশ্বাস্য। উপল আইপিএলের অন্য়তম সেরা মাঠ। আমি  সত্যিই রোমাঞ্চিত খেলার জন্য়। আমি আমার শব্দ হারিয়ে ফেলেছি। আমি মা ও ঠাকুমার সঙ্গে ডিনার করছিলাম। যখন এসআরএইচ আমাকে নিলামে নেয়, তখন দেখে, আমার মা-ঠাকুমা অঝোরে কেঁদে ফেলে। অনেক ধন্যবাদ এসআরএইচ।

ইংল্যান্ডের ব্রুককে ১৩.২৫ কোটি টাকায় সানরাইজার্স হায়দরাবাদ নিয়েছে। রাজস্থান লড়াই করেছিল। কিন্ত বাজেটে টান পড়ে যাওয়ায় আর এগোতে পারেনি। সদ্যসমাপ্ত পাকিস্তান-ইংল্যান্ড টেস্ট সিরিজে স্টোকসার ৩-০ বাবরদের হোয়াটইওয়াশ করেছিল। ব্রুক ৯৩ এর স্ট্রাইক রেটে ৪৬৮ রান করেছিলেন। দেশের জার্সিতে ২০টি টি-২০ ম্যাচে তিনি ৩৭২ রান করেছেন। গড় ২৬.৫৭ ও স্ট্রাইক রেট ১৩৫। অন্যদিকে ময়াঙ্ক আগরওয়ালকেও ৮ কোটি ২৫ লক্ষ টাকায় নিয়েছে নিজামের শহরের ফ্র্যাঞ্চাইজি। গেইল বলছেন,  ‘ব্রুকের জন্য আগেই ব্যাংক ভেঙেছে হায়দরাবাদ। প্রচুর টাকা। প্লেয়ার হিসেবেও ও ভালো। আমি ময়ঙ্কের জন্যও খুশি। সানরাইজার্স ব্যাটিং বিভাগ গুছিয়ে নিয়েছে।’ এখন দেখার আইপিএলে সানরাইজার্স কেমন পারফর্ম করে।

(Feed Source: zeenews.com)