ক্রিসমাস ইভে পর্তুগিজ গির্জায় মমতা, মেয়ে আজানিয়াকে নিয়ে হাজির অভিষেকও

ক্রিসমাস ইভে পর্তুগিজ গির্জায় মমতা, মেয়ে আজানিয়াকে নিয়ে হাজির অভিষেকও

 

প্রতিবছর বড়দিনের প্রাক্কালে ২৪ ডিসেম্বর নিয়ম করে গির্জায় প্রার্থনায় সামিল হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবছরও অন্যথা হল না। এবারে মুখ্যমন্ত্রী ক্রিসমাস ইভে হাজির হয়েছিলেন বড়বাজারে ব্রেবোর্ন রোডের পর্তুগিজ গির্জা – ক্যাথিড্রাল অফ দ্য মোস্ট হোলি রোজারিতে। বিশেষ প্রার্থনায় অংশ নেন তিনি। মমতার সঙ্গে ছিলেন তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তাঁর কন্যা আজানিয়া। কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলও উপস্থিত ছিলেন সেখানে।

শনিবার রাত সাড়ে ১০টা নাগাদ পর্তুগিজ চার্চে যান মমতা ও অভিষেক। সেখানে ফিতে কেটে উৎসবের সূচনা করেন। যিশুর মূর্তিতে ফুল দেন মমতা ও অভিষেক। বিশেষ প্রার্থনায় অংশ নেওয়ার পর চার্চের ফাদারের সঙ্গে দেখা করেন দু’জনে। ফাদারের কাছ থেকে আশীর্বাদ নিয়ে রাত ১১টা নাগাদ চার্চ থেকে বেরিয়ে যান মমতা ও অভিষেক। গির্জার তরফ থেকে মুখ্যমন্ত্রীকে উপহার দেওয়া হয়। উল্লেখ্য, গতবছরও পর্তুগিজ গির্জায় উপস্থিত হয়েছিলেন মুখ্যমন্ত্রী। এবারও চার্চের তরফে মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়। বিগত বছরগুলিতে মমতাকে সেন্ট পলস ক্যাথিড্রালে মাঝরাতের ক্যারলে অংশ নিতে দেখা গিয়েছে। তবে গত দু’বার বড়দিনের প্রাক্কালে তিনি পর্তুগিজ গির্জায় গেলেন।

বড়দিনের উৎসবে মমতা ও অভিষেকের উপস্থিতি নিয়ে টুইট করে তৃণমূল কংগ্রেস। টুইট বার্তায় লেখা হয়, ‘আমাদের চেয়ারপার্সন মমতা বন্দ্যোপাধ্যায়, সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় মধ্যরাতের প্রার্থনায় যোগ দিয়েছেন। আমাদের সুন্দর রাজ্য এবং দেশের মানুষের কল্যাণ এবং সমৃদ্ধির জন্য প্রার্থনা করলেন তাঁরা।’

এদিকে গতরাতে বড়দিন উপলক্ষে পার্কস্ট্রিটে উপচে পড়ে ভিড়। শনিবার বিকেল থেকেই জনসমাগম দেখা গিয়েছিল সেখানে। শনিবার সন্ধ্যায় ক্রিসমাস কার্নিভালের সূচনা হয় সেখানে। কেক কেটে উৎসবের উদ্বোধন করেন তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। এ বার ৭ বছরে পা দিল পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডের এই কার্নিভাল। উৎসব উপলক্ষে নিরাপত্তার চাদরে কার্যত মুড়ে ফেলা হয় গোটা এলাকা। নাশকতা এড়াতে পার্কস্ট্রিট সংলগ্ন এলাকাকে ১১টি সেক্টরে ভাগ করা হয়েছিল। প্রতি সেক্টরে দু’জন করে ইনস্পেকটর পদমর্যাদার অফিসার ছিলেন।

(Feed Source: hindustantimes.com)