ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চায় বেজিং, তাওয়াঙ-সংঘর্ষের পরে বিবৃতি চিনের

ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চায় বেজিং, তাওয়াঙ-সংঘর্ষের পরে বিবৃতি চিনের

#চিন: অরুণাচল প্রদেশের তাওয়াঙে ভারত-চিন সেনার সংঘর্ষের ঘটনার পরে এই প্রথম এই বিষয়ে কোনও সরকারি বিবৃতি দিল বেজিং। চিনের বিদেশমন্ত্রী ওয়াঙ ই জানিয়েছেন, ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে কাজ করতে চায় চিন। চিনের বিদেশমন্ত্রকের ওয়েবসাইটে সে দেশের মন্ত্রীর এই বক্তব্য প্রকাশ করা হয়েছে।

জানা গিয়েছে, ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের ব্যাপারে ওয়াঙকে প্রশ্ন করা হলে তিনি বলেন, “কূটনৈতিক এবং সামরিক, দুই স্তরের মাধ্যমেই ভারত এবং চিনের সরকার নিজেদের মধ্যে যোগযোগ রাখছে। দুই দেশই চায় নিয়ন্ত্রণরেখায় শান্তি ও স্থিতাবস্থা বজায় থাকুক। ভারত-চিন সম্পর্ক স্থিতিশীল এবং মজবুত করতে আমরা ভারতের সঙ্গে কাঁধে কাঁধ রেখে কাজ করতে রাজি।”

গত ৯ ডিসেম্বর অরুণাচল প্রদেশের তাওয়াং সেক্টরে প্রকৃত নিয়ন্ত্রণরেখার কাছে হাতাহাতিতে জড়িয়ে পড়ে ভারত ও চিনের সেনা। গালওয়ানের পরে এই নিয়ে দুই দেশের সেনা মধ্যে দ্বিতীয় সংঘর্ষ।

ঘটনার পরে দেশের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ সংসদে বিবৃতি দিয়ে জানান, চিন সীমান্তের স্থিতাবস্থা নষ্ট করতে চাইছে। শীতকালীন অধিবেশ চলাকালীন এ নিয়ে আলোচনা চেয়ে একাধিক বার সংদের দুই কক্ষে সরব হয়েছেন বিরোধী সাংসদেরাও। এমন পরিস্থিতিতে চিনের বিদেশমন্ত্রীর এই মন্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

তাওয়াং সংঘর্ষের পরে দেশের বিদেশমন্ত্রকের তরফে বিবৃতি দিয়ে বলা হয়েছিল, ৯ ডিসেম্বরের ঘটনার পরে ২০ ডিসেম্বর চুসুল-মলদো সীমান্তে দুই দেশের কম্যান্ডার পর্যায়ের বৈঠক হয়েছে। এই বৈঠকে দুই দেশই নিয়ন্ত্রণ রেখায় শান্তি এবং স্থিতিশীলতা রক্ষায় উদ্যোগী হয়েছে বলে সম্মত হয়েছে বলে জানিয়েছে কেন্দ্র।

(Feed Source: news18.com)