Niagara Falls Bus Accident: জনাষাটেক যাত্রী নিয়ে নায়াগ্রা জলপ্রপাতে গিয়েছিল! ভারতীয় ও চিনা পর্যটক-সহ উল্টে গেল সেই বাস! মৃত কমপক্ষে…
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বিদেশে ভারতীয়ের মৃত্যু। নিউইয়র্কে (New York City) নায়াগ্রা জলপ্রপাত (Niagara Falls) সন্নিহিত অঞ্চলে ঘটল মর্মান্তিক পথদুর্ঘটনা। নায়াগ্রা দেখে ফেরার পথে নিউইয়র্ক (New York City High Way) স্টেট হাইওয়েতে একটি পর্যটক-বাস উল্টে যায়। এতে কমপক্ষে ৫ জনের মৃত্যু হয়েছে বলে এখনও পর্যন্ত জানা গিয়েছে। বাসটিতে অধিকাংশই ভারতীয় নাগরিক, চিনা নাগরিক এবং ফিলিপিন্সের বাসিন্দারা (Indian, Chinese, Filipino) ছিলেন। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, বাসচালক নিয়ন্ত্রণ হারিয়েছিলেন। ভয়াবহ জানা গিয়েছে, অভিশপ্ত ওই বাসটিতে মোট ৫৪ জন যাত্রী ছিলেন।…







