‘পাঠান যে হলে মুক্তি পাবে, সেগুলি জ্বালিয়ে দিন’,বিতর্কের আগুনে ঘি অযোধ্যার সাধুর

‘পাঠান যে হলে মুক্তি পাবে, সেগুলি জ্বালিয়ে দিন’,বিতর্কের আগুনে ঘি অযোধ্যার সাধুর

‘পাঠান’-এর প্রথম গান মুক্তির পরই শুরু হয়েছে তুমুল বিতর্ক। ছবিতে গেরুয়া রঙের অপমান করার অভিযোগ উঠেছে দীপিকা পাড়ুকোন এবং শাহরুখ খানের বিরুদ্ধে। এই ছবি বয়কটের ডাক দিয়েছে একাংশ।

দিন কয়েক আগেই শাহরুখকে জ্বালিয়ে খুন করার হুমকি দিয়েছেন অযোধ্যার সাধু পরমহংস আচার্য। তিনি বলেন, ‘আমি শাহরুখ খানকে খুঁজছি। যেদিন পাবো, সেদিন ওই জিহাদিকে জীবন্ত পুড়িয়ে দেব।’ এর পরে তিনি বলেন, ‘গেরুয়া ছাড়া কারও অস্তিত্ব নেই। সূর্যের রং, আগুনের রং— সবই গেরুয়া। গেরুয়া শান্তির প্রতীক এবং সনাতন ধর্মের অনুসারীরা এই রং নিয়ে গর্বিত। তাই এই রঙের অপমান সহ্য করা হবে না।’

চরম বিতর্ক জারি। সোমবার অযোধ্যার সাধু মোহন্ত পরমহংস দাস শাহরুখের পিন্ডদানের রীতি মেনে একটি পুজো করেন। হিন্দিতে এই রীতিকে বলে তেরভী। মানুষের মৃত্যুর ১৩ দিন পর এই রীতি পালন করা হয়। সোমবার অযোধ্যায় একটি মাটির পাত্র নিয়ে পুজোয় বসেন অযোধ্যার সাধু মোহন্ত পরমহংস দাস।

অযোধ্যার ওই সাধু বেশ কয়েকটি মন্ত্রোচারণের পর সামনে রাখা মাটির পাত্রটি ছুঁড়ে ফেলে ভেঙে দেন। এরপরই তাঁর দাবি, ‘সকলের কাছে আবেদন করছি, যে যে হলে পাঠান রিলিজ করবে, সেই সেই হলে আগুন লাগিয়ে দিন।’

তাঁর মতে, ‘বলিউড ও হলিউড সমন ভাবে সনাতন ধর্মকে নিয়ে মজা করছে, হিন্দু দেব দেবীদের অপমান করছে। পাঠান ছবিতে গেরুয়া রঙের বিকিনি পরে সাধুদের ও ভারতীয়দের ধর্মীয় ভাবাবেগে আঘাত করেছেন দীপিকা পাড়ুকোন। কী প্রয়োজন গেরুয়া রঙের বিকিনি পরে কোনও গানে এ রকম নাচার?’