Olympics: ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ কি ভারতে? ক্রীড়ামন্ত্রী বলছেন স্বপ্ন দেখার শুরু

Olympics: ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ কি ভারতে? ক্রীড়ামন্ত্রী বলছেন স্বপ্ন দেখার শুরু

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর (Anurag Thakur) দারুণ খবর শুনিয়ে দিলেন। তিনি জানালেন যে, ২০৩৬ সালে অলিম্পিক্স (2036 Olympic Games) আয়োজন করার ব্যাপারে ভারত অত্যন্ত আগ্রহী। ‘গ্রেটেস্ট শো অন আর্থ’ আয়োজন করার জন্য, দরপত্র জমা দেওয়ার বিষয়টি অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছে ভারত। অনুরাগ জানিয়েছেন, তারা ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন ওরফে আইওএ-র (Indian Olympic Association, IOA) সঙ্গে বসে এই ব্যাপারে রূপরেখা তৈরি করতে চায়। আগামী বছর মুম্বইতে আইওসি সেশনের আগেই হবে সেটা। আগামী মে-জুনে ভারতে ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটির (International Olympic Committee) বৈঠক রয়েছে। ৪০ বছর পর ফের ভারতে এই ইভেন্ট হচ্ছে।

২০২৪ সালে প্যারিসে অলিম্পিক্স হবে। পরের দু’টি অলিম্পিক্সের আসর বসবে লস অ্যাঞ্জেলস ও ব্রিসবেনে। ছত্রিশ অলিম্পিক্সের জন্য আইওসি প্রাথমিক ভাবে ১০টি শহরের কথা ভেবেছে। যদিও এখনও অলিম্পিক্সের ভেন্যু নিয়ে চূড়ান্ত আলোচনা হয়নি। এক সর্বভারতীয় দৈনিকে দেওয়া সাক্ষাৎকারে অনুরাগ বলেন, ‘উৎপাদন থেকে সেবাপ্রদান, প্রতিটি সেক্টরে খবরে আসছে ভারত। তাহলে খেলার মাঠে কেন নয়? ভারত ২০৩৬ অলিম্পিক্স আয়োজন করতে চায়। তার জন্য দরপত্র জমা দেওয়ার বিষয়টি অত্যন্ত খতিয়ে দেখা হচ্ছে। এখনও পর্যন্ত যা খবর ইন্দোনেশিয়া, দক্ষিণ কোরিয়া, কাতার ও জার্মানি অলিম্পিক্স আয়োজন করার সম্ভাব্য দাবিদার।

অনুরাগ বলছেন, ‘আইওসি সেশন আয়োজন করা ভারতের জন্য অত্যন্ত সম্মানীয়। দরপত্র জমা দেওয়ার জন্য পদক্ষেপ নেওয়া দরকার, তাই আমরা করব আইওএ-র সঙ্গে আলোচনা করে। সরকার সাহায্য় করবে। যৌথভাবে প্রস্তুতি নেওয়া হবে। গুজরাত একাধিকবার অলিম্পিক্স আয়োজন করার ইচ্ছা প্রকাশ করেছে। ওদের সেই পরিকাঠামো রয়েছে। রাজ্য সরকারের ম্য়ানিফেস্টোর মধ্যেই রয়েছে অলিম্পিক্স আয়োজন করা।’ মাল্টি-স্পোর্ট ইভেন্ট কিন্তু অতীতে একাধিকবার হয়েছে। নয়াদিল্লিতে কমনওয়েলথ গেমসের (২০১০) সঙ্গেই এশিয়াড হয়েছে ১৯৫১ ও ১৯৮২ সালে। কোনও দেশ যখন অলিম্পিক্স আয়োজন করে, তখন সেই দেশের সার্বিক বদল ঘটে যায়। অর্থনৈতিক থেকে সামাজিক দিক, সবেই তার প্রতিফলন পড়ে। এবার দেখার ভারত কি অলিম্পিক্স আয়োজন করতে পারে!

(Feed Source: zeenews.com)