Headline
এখানে প্রকাশিত বেশ কিছু সংবাদ অন্য ভাষা থেকে বাংলায় স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে অনুদিত, তাই ভাষান্তরে বানান ও অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনীয়।
নীরজ পাণ্ডের ব্যতিক্রমী ভালবাসার ছবি… সাদামাটা গল্পে অজয়-তাবুর অভিনয়ই সব
নীরজ পাণ্ডের ব্যতিক্রমী ভালবাসার ছবি… সাদামাটা গল্পে অজয়-তাবুর অভিনয়ই সব

আমাদের জীবনে যা ঘটে চলেছে তার সিদ্ধান্ত আমরাই নিয়েছি। অজয় দেবগণ-টাবু অভিনীত ‘অরোঁ মে কাহাঁ দম থা’ ছবিতে এই কথাই বলা হল ভিন্ন আঙ্গিকে। সাধারণ প্রেমের গল্প। ছবি শুরু হয় সেপিয়া রঙে। ফ্রেম ধরে আরব সাগরের বান্দ্রা-ওরলি সি লিঙ্কে মুখোমুখি পাথরের উপর বসে আছেন কৃষ্ণ এবং বসুধা। সমুদ্র সংযোগের এই ব্যবধান তাঁদের অসমাপ্ত প্রেমের গল্পের প্রতীক। বসুধার বাস্তববুদ্ধি অতটা প্রখর নয়। কৃষ্ণকে বলে, “এটাই পাকা কথা তো? আমাদের কেউ আলাদা করতে পারবে না তো?’’ নির্লিপ্ত গলায় কৃষ্ণ জবাব দেয়,…

Read More