টিউবওয়েল পাম্প করলেই জল নয়… লাফ দিয়ে বেরচ্ছে এগুলো কী! রহস্য গ্রামে, সবার মাথায় হাত!
টানা বৃষ্টির পর এক গ্রামে ঘটছে অদ্ভুত ঘটনা। হাতপাম্প ও টিউবওয়েল থেকে জল নয়, বেরোচ্ছে মাছ! আশ্চর্যের এই দৃশ্য দেখতে এখন ভিড় জমাচ্ছে আশপাশের গ্রামের মানুষও।টানা বৃষ্টির পর উত্তরপ্রদেশের এক গ্রামে ঘটছে অদ্ভুত ঘটনা। হাতপাম্প ও টিউবওয়েল থেকে জল নয়, বেরোচ্ছে মাছ! আশ্চর্যের এই দৃশ্য দেখতে এখন ভিড় জমাচ্ছে আশপাশের গ্রামের মানুষও। তেষ্টায় গলা শুকিয়ে কাঠ সবার। এ কী কাণ্ড! গত দুই দিন ধরে গ্রামটির হাতপাম্প ও টিউবওয়েল থেকে জল নয়, বেরিয়ে আসছে অন্য কিছু! এই অদ্ভুত দৃশ্য দেখে হতবাক…



