Muzzaffarnagar Viral Traffic Fine: এক লক্ষ টাকার স্কুটার নিয়ে বেরিয়ে ২১ লক্ষ জরিমানা! চালান দেখে হতবাক চালক, ভাইরাল ছবি
পুলিশের জরিমানা করা ওই চালানের ছবি দ্রুত সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ে৷ সেখানে দেখা যায়, ওই স্কুটার চালককে ২০ লক্ষ ৭৪ হাজার টাকা জরিমানা করেছে ট্রাফিক পুলিশ৷ প্রতীকী ছবি৷ পিটিআই স্কুটারের দাম ১ লক্ষ টাকা৷ আর সেই স্কুটার নিয়ে রাস্তায় বেরিয়ে ২১ লক্ষ টাকার জরিমানার মুখে পড়তে হল চালককে! অবাক করে দেওয়ার মতো এমনই ঘটনা ঘটেছে উত্তর প্রদেশের মুজফফরনগর জেলায়৷ পুলিশের জরিমানা করা ওই চালানের ছবি দ্রুত সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ে৷ সেখানে দেখা যায়, ওই স্কুটার চালককে ২০ লক্ষ ৭৪ হাজার টাকা…










