Headline
এখানে প্রকাশিত বেশ কিছু সংবাদ অন্য ভাষা থেকে বাংলায় স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে অনুদিত, তাই ভাষান্তরে বানান ও অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনীয়।
কোচ তাড়ানোর পর দিনই টালিগঞ্জকে ৪-০ উড়িয়ে দিল মহমেডান, উঠে এল লিগ টেবলের দুইয়ে
কোচ তাড়ানোর পর দিনই টালিগঞ্জকে ৪-০ উড়িয়ে দিল মহমেডান, উঠে এল লিগ টেবলের দুইয়ে

মঙ্গলবারই মহমেডান স্পোর্টিং তাদের প্রধান কোচ মেহরাজউদ্দিন ওয়াডুকে বরখাস্ত করেছে। আর বুধবরাই ছিল টালিগঞ্জ অগ্রগামীর বিরুদ্ধে কলকাতা লিগের ম্যাচ। সহকারী কোচ শাহিদ রমনের অধীনেই খেলতে নেমেই আগুনে মেজাজে টালিগঞ্জকে উড়িয়ে দিল সাদা-কালো ব্রিগেড। ৪-০ গোলে জয় ছিনিয়ে নিল তারা। বুধবার নৈহাটির বঙ্কিমাঞ্জলি স্টেডিয়ামে টালিগঞ্জ অগ্রগামীকে ৪-০ গোলে হারায় মহমেডান। জোড়া গোল করেন অভিজিৎ সরকার। অন্য দু’টি করছেন অভিষেক হালদার এবং গণেশ বেসরার। এদিন শুরু থেকেই দাপুটে ফুটবল খেলেছে মহমেডান। সাধারণত ময়দানের ট্রেন্ড অনুযায়ী, কোচ বদলের পরের ম্যাচেই জিততে দেখা…

Read More