প্লেব্যাক থেকে আচমকা অবসরের সিদ্ধান্ত কেন অরিজিৎ সিংহের? কারণ জানালেন শিল্পী নিজেই!
কলকাতা: সাফল্যের শিখরে থাকাকালীন হঠাৎ প্লেব্যাক থেকে অবসর ঘোষণা। আর ছবিতে গান গাইবেন না বলে সটান ঘোষণা করে দিলেন। অরিজিৎ সিংহের এই ঘোষণায় তাঁর কোটি কোটি অনুরাগীর মন ভেঙে খান খান হয়ে গিয়েছে। কেন হঠাৎ এই সিদ্ধান্ত নিলেন তিনি, তা নিয়ে জল্পনা-কল্পনার শেষ নেই। সেই আবহেই অরিজিতের একটি মন্তব্য নজর কেড়েছে তাঁর অনুরাগীদের। হঠাৎ এমন সিদ্ধান্তের নেপথ্য কারণ নিয়ে অরিজিৎ ইঙ্গিত দিলেন কি না, উঠছে প্রশ্ন। এই মুহূর্তে সেই নিয়েই শোরগোল নেটদুনিয়ায়। (Arijit Singh) মঙ্গলবার রাতে হঠাৎই সোশ্যাল মিডিয়ায়…



