প্লেব্যাক থেকে আচমকা অবসরের সিদ্ধান্ত কেন অরিজিৎ সিংহের? কারণ জানালেন শিল্পী নিজেই!

প্লেব্যাক থেকে আচমকা অবসরের সিদ্ধান্ত কেন অরিজিৎ সিংহের? কারণ জানালেন শিল্পী নিজেই!
কলকাতা: সাফল্যের শিখরে থাকাকালীন হঠাৎ প্লেব্যাক থেকে অবসর ঘোষণা। আর ছবিতে গান গাইবেন না বলে সটান ঘোষণা করে দিলেন। অরিজিৎ সিংহের এই ঘোষণায় তাঁর কোটি কোটি অনুরাগীর মন ভেঙে খান খান হয়ে গিয়েছে। কেন হঠাৎ এই সিদ্ধান্ত নিলেন তিনি, তা নিয়ে জল্পনা-কল্পনার শেষ নেই। সেই আবহেই অরিজিতের একটি মন্তব্য নজর কেড়েছে তাঁর অনুরাগীদের। হঠাৎ এমন সিদ্ধান্তের নেপথ্য কারণ নিয়ে অরিজিৎ ইঙ্গিত দিলেন কি না, উঠছে প্রশ্ন। এই মুহূর্তে সেই নিয়েই শোরগোল নেটদুনিয়ায়। (Arijit Singh)

মঙ্গলবার রাতে হঠাৎই সোশ্যাল মিডিয়ায় একটি সংক্ষিপ্ত বার্তা পোস্ট করেন অরিজিৎ। আর তাতেই আবেগের বিস্ফোরণ ঘটে। অরিজিতের সিদ্ধান্তে স্তম্ভিত হয়ে যান সকলে। কারণ খুঁজতে বসে যান নেটিজেনরা। প্রথমে প্রশ্ন এড়িয়ে চললেও, ধীরে ধীরে অনুরাগীদের কৌতূহল নিবৃত্ত করতে সচেষ্ট হন অরিজিৎ।  হালকা ছলেই নিজের মনোভাব বুঝিয়ে দেন। আর তাঁর সেই উত্তরই এখন জল্পনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে। (Arijit Singh Retires from Playback)

কেন এমন সিদ্ধান্ত নিলেন হঠাৎ, প্রাইভেট X হ্যান্ডলের কথোপকথন বিভাগে অরিজিৎকে প্রশ্ন করেন এক অনুরাগী। উত্তরে অরিজিৎ লেখেন, ‘এই সিদ্ধান্তের নেপথ্যকারণ শুধুমাত্র একটি নয়। একাধিক কারণ রয়েছে। আমি অনেক দিন ধরেই এটা করার চেষ্টা করছিলাম। অবশেষে সাহসে কুলিয়ে উঠতে পরেছি। একটি কারণ হল, খুব তাড়াতাড়ি একঘেয়ে লাগতে শুরু করে আমার। যে কারণে এক-একটি গানের ব্যবস্থাপনাও পাল্টাতে থাকি আমি। সেই মতো স্টেজে পারফর্ম করি। তাই বলা যেতে পারে, একঘেয়েমি এসে যায় তাড়াতাড়ি’।

আর একটি পোস্টে অরিজিৎ লেখেন, ‘আর একটি কারণ হল, আমি চাই কোনও গায়ক আসুন এবং আমাকে সত্যিকারের অনুপ্রেরণা জোগান’। সত্যিই কি তাহলে একঘেয়ে বোধ থেকে এমন সিদ্ধান্ত নিলেন অরিজিৎ, তা নিয়ে জল্পনা তুঙ্গে।

অরিজিতের এই সিদ্ধান্ত নিয়ে অনুরাগীরাও নানা তত্ত্ব সামনে এনেছেন। অরিজিতের পোস্ট ঘিরে একদিকে যখন আবেগের বিস্ফোরণ ঘটছে, সেই সময় বেশ কয়েক জন অরিজিতের শিল্পীসত্তাকে বাঁচিয়ে রাখার পক্ষে সওয়াল করেন। তাঁদের মতে, ইদানীং কালে বলিউড এবং অরিজিৎ কার্যতই পরস্পরের সমার্থক হয়ে উঠেছিলেন। অতি খাজা ছবিতেও অরিজিতের গান রাখার হিড়িক দেখা যাচ্ছিল। এতে অরিজিতের গানগুলি একই রকমের হয়ে যাচ্ছিল, তাঁর বহুমুখী প্রতিভা আঘাতপ্রাপ্ত হচ্ছিল, ‘ভার্সেট্যালিটি’ হারাচ্ছিলেন অরিজিৎ।

তবে বলিউডে কান পাতলে শোনা যাচ্ছে, অরিজিৎ আপাতত পরিচালনায় মন দিতে চাইছেন। একটি অ্যাডভেঞ্চার ছবি নিয়ে শীঘ্রই হাজির হচ্ছেন তিনি, যা গোটা দেশে মুক্তি পাবে। ছবিটির প্রযোজক মহাবীর জৈন। কেরিয়ারে নতুন অধ্য়ায় শুরু করতে যাচ্ছেন বলেই কি তাহলে প্লেব্যাক থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত? সেই নিয়েও জল্পনা চলছে।

(Feed Source: abplive.com)