Headline
এখানে প্রকাশিত বেশ কিছু সংবাদ অন্য ভাষা থেকে বাংলায় স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে অনুদিত, তাই ভাষান্তরে বানান ও অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনীয়।
‘পার্টির কাছে বলতে পারতেন’ অর্জুন প্রসঙ্গে সুর নরম সৌগতর, ব্যারাকপুর কাণ্ডে জারি তরজা
‘পার্টির কাছে বলতে পারতেন’ অর্জুন প্রসঙ্গে সুর নরম সৌগতর, ব্যারাকপুর কাণ্ডে জারি তরজা

সমীরণ পাল ও অরিত্রিক ভট্টাচার্য, ব্যারাকপুর : ব্যারাকপুরে শ্যুটআউটের (Barackpore Shootout) পর, চরমে উঠেছে অর্জুন সিংহ ও সৌগত রায়ের বাগযুদ্ধ। এদিন অর্জুন সিংহ বলেন, জুটমিল নিয়ে খবরই রাখেন না সৌগত রায়। পাল্টা, জবাব দিয়েছেন সৌগত রায়ও। গঙ্গাপাড়ে ঘণীভূত দ্বন্দ্বের মেঘ। চরমে উঠেছে দুই সাংসদের বাগযুদ্ধ। আদতে দুজনেই তৃণমূলের। কিন্তু কথার লড়াই শাসক-বিরোধী তরজাকেও যেন হার মানাচ্ছে। টিটাগড় থেকে নৈহাটি পর্যন্ত বিস্তৃত ব্যারাকপুর শিল্পাঞ্চল। এর আনাচকানাচে ছড়িয়ে রয়েছে একের পর এক কারখানা-জুটমিল। কারখানার সাইরেনের পাশাপাশি, বাংলার অন্যতম প্রাচীন শিল্পশহরে এখন…

Read More