দর্শকের সঙ্গে ‘অন্দরমহলের খুশি’ ভাগ করলেন কৌশিক গঙ্গোপাধ্যায়, সৌজন্যে চূর্ণীর সাফল্য
কলকাতা: ২ জুন। প্রেক্ষাগৃহে মুক্তি পায় কৌশিক গঙ্গোপাধ্যায় (Kaushik Ganguly) পরিচালিত ‘অর্ধাঙ্গিনী’ (Ardhangini)। ২৮ জুলাই। প্রেক্ষাগৃহে হাজির হল কর্ণ জোহর (Karan Johar) পরিচালিত ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ (Rocky Aur Rani Kii Prem Kahaani)। দুই ছবির মধ্যে মিল কোথায়? দুই ছবিতেই সমান দাপটের সঙ্গে অভিনয় করেছেন বাঙালি অভিনেত্রী চূর্ণী গঙ্গোপাধ্যায় (Churni Ganguly)। আর স্ত্রীয়ের এই সাফল্যে স্বাভাবিকভাবেই আনন্দে আত্মহারা কৌশিক গঙ্গোপাধ্যায়। সেই আনন্দের পারদ আরও খানিকটা বেড়েছে। কেন? উত্তর মিলবে পরিচালকের কিছুক্ষণ আগে করা সোশ্যাল পোস্টে। চূর্ণীর সাফল্যে…