দর্শকের সঙ্গে ‘অন্দরমহলের খুশি’ ভাগ করলেন কৌশিক গঙ্গোপাধ্যায়, সৌজন্যে চূর্ণীর সাফল্য

দর্শকের সঙ্গে ‘অন্দরমহলের খুশি’ ভাগ করলেন কৌশিক গঙ্গোপাধ্যায়, সৌজন্যে চূর্ণীর সাফল্য

কলকাতা: ২ জুন। প্রেক্ষাগৃহে মুক্তি পায় কৌশিক গঙ্গোপাধ্যায় (Kaushik Ganguly) পরিচালিত ‘অর্ধাঙ্গিনী’ (Ardhangini)। ২৮ জুলাই। প্রেক্ষাগৃহে হাজির হল কর্ণ জোহর (Karan Johar) পরিচালিত ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ (Rocky Aur Rani Kii Prem Kahaani)। দুই ছবির মধ্যে মিল কোথায়? দুই ছবিতেই সমান দাপটের সঙ্গে অভিনয় করেছেন বাঙালি অভিনেত্রী চূর্ণী গঙ্গোপাধ্যায় (Churni Ganguly)। আর স্ত্রীয়ের এই সাফল্যে স্বাভাবিকভাবেই আনন্দে আত্মহারা কৌশিক গঙ্গোপাধ্যায়। সেই আনন্দের পারদ আরও খানিকটা বেড়েছে। কেন? উত্তর মিলবে পরিচালকের কিছুক্ষণ আগে করা সোশ্যাল পোস্টে।

চূর্ণীর সাফল্যে আনন্দিত কৌশিক, পোস্ট করলেন বিশেষ ছবি

এদিন একটি ছবি পোস্ট করেন কৌশিক গঙ্গোপাধ্যায়। ওপর নীচে করে দুটো ছবির পোস্টার সাঁটানো। ওপরে ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’র পোস্টার, তার ঠিক নীচেই ‘অর্ধাঙ্গিনী’র পোস্টার। এই ছবি শেয়ার করে খুব মিষ্টি ক্যাপশনে লেখেন কৌশিক। তিনি লেখেন, ‘একজন অভিনেতার জীবনে এমন দিন বারবার আসে না। একসঙ্গে দুটো ছবি উপচে পড়ে দর্শক দেখছেন। চূর্ণীর জন্য আমাদের পরিবার ও বন্ধুরা গর্বিত। এতটাই ভাললাগা যে মনে হল আপনাদের জানাই আমাদের অন্দরমহলের খুশি।’

সেই সঙ্গে আরও এক বাঙালি অভিনেতা, যিনিও ‘ধর্ম প্রোডাকশনস’-এর নতুন ছবিতে নিজের ছাপ রেখেছেন, তাঁর কথা বলতেও ভুললেন না কৌশিক গঙ্গোপাধ্যায়। তিনি টোটা রায় চৌধুরী। এদিনের পোস্টে স্ত্রীয়ের সাফল্যের আনন্দ সকলের সঙ্গে ভাগ করে নিয়ে পরিচালক লেখেন, ‘টোটাকে নিয়ে আলাদা বিস্তারিত লিখব। ওর জন্য শুধু আমাদের নয়, বাংলার গর্ব কম নয় আজ।’ প্রসঙ্গত, ‘রকি অউর রানি’তে রানি ওরফে আলিয়া ভট্টের মা ও বাবার চরিত্রে দেখা গেছে চূর্ণী গঙ্গোপাধ্যায় ও টোটা রায় চৌধুরীকে।

কৌশিক গঙ্গোপাধ্যায়ের পোস্টের কমেন্ট করেন অভিনেত্রী সায়নী গুপ্তা। বলিউডের এই বাঙালি অভিনেত্রী কমেন্ট লেখা শুরুই করেন বাংলায়। তিনি লেখেন, ‘আমি আরআর (‘রকি অউর রানি’) দেখতে দেখতে এটাই ভাবছিলাম… কী বিশাল বিস্তার এবং একজন অভিনেত্রীর জন্য কী দুর্দান্ত সময়! এবং আমার মনে হচ্ছে যে আরআর ছবির সকল দর্শক ও নির্মাতারা যদি ‘অর্ধাঙ্গিনী’ও দেখতেন তাহলে এই অভিনেত্রী কী কী করতে পারেন তা বুঝতেন। দুর্দান্ত!’ অনুরাগীদের শুভেচ্ছা ও ভালবাসাও উপচে পড়ে পোস্টের কমেন্টবক্সে।

প্রসঙ্গত, প্রেক্ষাগৃহে প্রায় মাস ২ ধরে চলছে ‘অর্ধাঙ্গিনী’। এখনও দর্শকের ভালবাসা পাচ্ছে ছবিটি। কৌশিক সেন, চূর্ণী গঙ্গোপাধ্যায় ও জয়া আহসান অভিনয় করেন এই ছবিতে। অন্যদিকে, প্রেক্ষাগৃহে সবেমাত্র এসেছে ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’। বেশ ভাল ব্যবসাও করছে ছবিটি।

(Feed Source: abplive.com)