Apu Biswas in Kolkata: ‘ব্যক্তিগত বিষয় নিয়ে কথা বলব না কারণ…’ কলকাতায় অকপট অপু

Apu Biswas in Kolkata: ‘ব্যক্তিগত বিষয় নিয়ে কথা বলব না কারণ…’ কলকাতায় অকপট অপু

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কলকাতার নন্দনে(Nandan) চলছে পঞ্চম বাংলাদেশ চলচ্চিত্র উৎসব(Bangladesh Film Festival)। রবিবার ছিল এই উৎসবের দ্বিতীয় দিন। এদিন কলকাতায় হাজির ছিলেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস(Apu Biswas)। রবিবার প্রদর্শিত হয় তাঁর ছবি ‘লাল শাড়ি’(Laal Saree)। তবে অপু একা নন, তাঁর সঙ্গে ছিলেন অভিনেতা সাইমন সাদিক, অন্যপাশে পরিচালক বন্ধন বিশ্বাস। রবিবার নন্দন-১ প্রেক্ষাগৃহে বিকাল সাড়ে ৩টা থেকে লাল শাড়ি ছবিটি দেখানো হয়। প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো সিনেমাটাই দর্শকাসনে বসে দেখেন অপু। সাইমন সাদিক ও বন্ধন বিশ্বাস, এই দুইজনকে সঙ্গে নিয়ে নন্দনে ‘লাল শাড়ি’ দেখলেন বাংলাদেশের অভিনেত্রী অপু বিশ্বাস।

এদিন অপুর পরনে ছিল লাল শাড়ি। গোটা শাড়িজুড়েই বড় বড় হরফে লেখা ‘লাল শাড়ি’। এই ছবির প্রচারে সব জায়গাতেই লাল শাড়িতেই দেখা যাচ্ছে অপু বিশ্বাসকে। এদিনও নন্দনে লাল শাড়িতেই ধরা দিলেন তিনি। নন্দনে ‘লাল শাড়ি’ দেখার জন্য ভিড়ও ছিল চোখে পড়ার মতো। লাল শাড়ি ছবি দেখার জন্য দর্শকদের এই আগ্রহ, লম্বা লাইন সবকিছুই দারুণ উপভোগ করছেন বলে জানান অপু। পাশাপাশি দর্শকদের সঙ্গে কথাও বলেন অভিনেত্রী।

বাংলাদেশে ইতোমধ্যেই ব্যাপক সাড়া ফেলেছে এই ছবি। এদিন ছবিটি দেখার জন্য নন্দনের ভিড় প্রসঙ্গে অপু বিশ্বাস বলেন, ‘আমার প্রত্যেকটি সফলতা ভক্ত, দর্শকদের।’ এদিন শুধু দর্শকই নয়, সাইমন সাদিককে নিয়ে সংবাদ সম্মেলনেও উপস্থিত হন অপু। ছবির প্রযোজক অপু বিশ্বাস নিজেই। পাশাপাশি পেয়েছেন সরকারি অনুদানও। ‘লাল শাড়ি’ সিনেমার নামকরণ নিয়ে অভিনেত্রী জানান, ‘বাঙালি নারীর প্রধান পোশাক শাড়ি ও তার কারিগরদের গল্প নিয়ে এই সিনেমার কাহিনী। প্রথমে সিনেমাটির নাম ‘শাড়ি’ ছিল, পরে সেটির সঙ্গে ‘লাল’ যুক্ত করা হয়। কারণ লাল ভালোবাসার প্রতীক। আমাদের বাংলাদেশে মুক্তিযোদ্ধা বিষয়ক সিনেমা বেশি হয়। কিন্তু এই ধরনের তাঁত শিল্প নিয়ে খুব একটা কাজ হয়নি। তাই আমার মনে হয়েছে বাংলাদেশের কৃষ্টি, সংস্কৃতি যখন সামনে আনা হবে সেখানে তাঁত শিল্প এবং তাঁতিদের জীবন কাহিনীও সেখানে উঠে আসবে।’

কলকাতায় হাজির হয়ে শুধুমাত্র ছবি নিয়েই থআ বলেন অপু। নিজের ব্যক্তিগত জীবন নিয়ে কোন প্রশ্নের উত্তর দিতে চাননি অভিনেত্রী। ব্যক্তিগত বিষয়ে কথা বলতে গেলে তিনি বলেন, ‘আজকে খুব সুন্দর একটি দিন। অপু বিশ্বাস তার কাজের মধ্যে দিয়ে দর্শকদের কাছে পৌঁছে গেছে। তাই আজকে কাজের মধ্যেই থাকবো। ব্যক্তিগত বিষয় নিয়ে আলোচনা করব না।’

অন্যদিকে, ছবির মুখ্য অভিনেতা সাইমন সাদিক জানান, ‘নন্দনের মতন একটা জায়গায় আমাদের এই সিনেমা দেখাতে পারছি এইটা আমাদের কাছে খুব সৌভাগ্যের বিষয়। আমার খুব পছন্দের জায়গা এই কলকাতা। বছরে ৩-৪ বার আসা হয় কিন্তু এই প্রথম সিনেমা নিয়ে এসেছি। তার উপর ‘লাল শাড়ি’ নিয়ে দর্শকদের যে সাড়া মিলেছে, প্রচুর লম্বা লাইন- এটা খুবই ভালো লাগার বিষয়।’

(Feed Source: zeenews.com)