মরার পরেও মারণ-বিষ ঢালে সাপ! ভেন্টিলেশনে কৃষক, কী উঠে এল অসমের গবেষকদের গবেষণায়
নয়াদিল্লি: ‘এক ছোবলে ছবি’ শুধু সিনেমার সংলাপ নয়। এক ছোবলে যে কোনও মানুষকে ‘ছবি’ করে দিতে পারে গোখরোর মতো মহা বিষধর সাপগুলি। তবে শুধুমাত্র জীবিত অবস্থাতেই নয়, মরে গিয়েও মানুষের শরীরে বিষ ঢালতে পারে তারা। গবেষণায় এবার এমনই তথ্য উঠে এল। (Snakebite Research) Frontiers in Tropical Diseases জার্নালে অসমের গবেষকদের একটি গবেষণাপত্র প্রকাশিত হয়েছে। অসমের গ্রামাঞ্চলের এমন একাধিক ঘটনার কথা তুলে ধরা হয়েছে তাতে। বলা হয়েছে, মেরে ফেলার পরও সাপের দংশনের শিকার হন বেশ কয়েক জন। (Dead Snakes Bite)…



