গলছে হিমবাহের বরফ! তবু কেন নেমে যাচ্ছে জলস্তর? ৩ শক্তির খেল! গবেষণা জানাচ্ছে ভয়ঙ্কর সত্যি
অ্যান্টার্কটিকার কাছে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা কেন কমছে? অ্যান্টার্কটিকার বিশাল বরফস্তর এক ধরনের ‘গ্রাভিটেশনাল ম্যাগনেট’—নিজের দিকে জল টেনে রাখে। কিন্তু বরফ গলতে শুরু করলে— বরফের ভর কমে, তার অভিকর্ষ শক্তি দুর্বল হয়, আর আশপাশের জল সরে যেতে থাকে। ফলে স্থানীয় সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়ার বদলে কমে যায়। নতুন গবেষণায় কী জানা গেল? আন্তর্জাতিক বিজ্ঞানী দল বরফস্তর, পৃথিবীর ম্যান্টল, বায়ুমণ্ডল ও সমুদ্র—সব মিলিয়ে একটি বিস্তৃত সিমুলেশন চালান। তাঁদের হিসেব— ২১০০ সালের মধ্যে শুধুমাত্র অ্যান্টার্কটিকার বরফ গলেই বিশ্বের সমুদ্রপৃষ্ঠ ১০ সেমি (৪ ইঞ্চি) বাড়বে।…

