Headline
এখানে প্রকাশিত বেশ কিছু সংবাদ অন্য ভাষা থেকে বাংলায় স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে অনুদিত, তাই ভাষান্তরে বানান ও অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনীয়।
গলছে হিমবাহের বরফ! তবু কেন নেমে যাচ্ছে জলস্তর? ৩ শক্তির খেল! গবেষণা জানাচ্ছে ভয়ঙ্কর সত্যি
গলছে হিমবাহের বরফ! তবু কেন নেমে যাচ্ছে জলস্তর? ৩ শক্তির খেল! গবেষণা জানাচ্ছে ভয়ঙ্কর সত্যি

অ্যান্টার্কটিকার কাছে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা কেন কমছে? অ্যান্টার্কটিকার বিশাল বরফস্তর এক ধরনের ‘গ্রাভিটেশনাল ম্যাগনেট’—নিজের দিকে জল টেনে রাখে। কিন্তু বরফ গলতে শুরু করলে— বরফের ভর কমে, তার অভিকর্ষ শক্তি দুর্বল হয়, আর আশপাশের জল সরে যেতে থাকে। ফলে স্থানীয় সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়ার বদলে কমে যায়। নতুন গবেষণায় কী জানা গেল? আন্তর্জাতিক বিজ্ঞানী দল বরফস্তর, পৃথিবীর ম্যান্টল, বায়ুমণ্ডল ও সমুদ্র—সব মিলিয়ে একটি বিস্তৃত সিমুলেশন চালান। তাঁদের হিসেব— ২১০০ সালের মধ্যে শুধুমাত্র অ্যান্টার্কটিকার বরফ গলেই বিশ্বের সমুদ্রপৃষ্ঠ ১০ সেমি (৪ ইঞ্চি) বাড়বে।…

Read More

New York City Sinking: ক্রমশ মাটির ভিতরে ঢুকে যাচ্ছে নিউ ইয়র্ক! পুরোপুরি তলিয়ে যাবে স্বপ্নের এ শহর?
New York City Sinking: ক্রমশ মাটির ভিতরে ঢুকে যাচ্ছে নিউ ইয়র্ক! পুরোপুরি তলিয়ে যাবে স্বপ্নের এ শহর?

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সম্প্রতি জানা গিয়েছে,  ক্রমশ বসে যাচ্ছে নিউ ইর্য়ক শহর! কেন? গগনচুম্বী সব অট্টালিকার ওজনের ভয়ংকর চাপে একটু-একটু করে মাটির গভীরে ঢুকে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের বিখ্যাত এই শহর। সাম্প্রতিক এক গবেষণায় চাঞ্চল্যকর এই খবর সামনে এসেছে। গবেষণায় বলা হয়েছে, নিউ ইয়র্ক শহরের আশপাশে যেসব জলাশয় আছে, তাদের ওয়াটারলেভেলের তুলনায় নীচে বসে যাচ্ছে নিউ ইয়র্ক শহর। যেটা আরও চিন্তার। সত্যিই কতটা ভার যে, মাটি ভেদ করে ঢুকে যাচ্ছে আস্ত শহর? ভার মোটেই ফেলনা নয়। জানা গিয়েছে,…

Read More