Second Hottest Year: বছর-বছর লাফিয়ে বাড়ছে তাপমাত্রা! এবার বিশ্ব ইতিহাসের দ্বিতীয় বা তৃতীয় উষ্ণতম বছর হতে চলেছে এই সালটি…
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: হাতে এল আশ্চর্য তথ্য! এই ২০২৫ সাল বিশ্ব ইতিহাসে দ্বিতীয় (2025 second hottest year on record) বা তৃতীয় সর্বোচ্চ উষ্ণ বছর হতে চলেছে। সম্ভবত ২০২৪ সালটিই উষ্ণতার রেকর্ডে এযাবৎকালের সর্বোচ্চ হওয়ার জায়গাটা ধরে রাখবে। ইউরোপীয় ইউনিয়নের কোপার্নিকাস ক্লাইমেট চেঞ্জ সার্ভিসের (Copernicus Climate Change Service) বিজ্ঞানীরা মঙ্গলবার এমন আভাসই দিয়েছেন। জলবায়ু এবং ভূরাজনৈতিক টানাপোড়েন গত মাসে অনুষ্ঠিত জলবায়ু সম্মেলনে অংশগ্রহণকারী দেশগুলি গ্রিনহাউস গ্যাসের নিঃসরণ কমানোর বিষয়ে আলোচনা করেছে, কিন্তু তারা উল্লেখজনক কোনো সিদ্ধান্তে পৌঁছতে…









