নিউইয়র্কের চেয়ে তিন গুণ বড়, পৃথিবীর বৃহত্তম হিমশৈল, ৪০ বছরের বন্দিজীবন কাটিয়ে বেরোচ্ছে
নয়াদিল্লি: ভুল করে বরফের রাজ্যে আটকে পড়েছিল। তার পর হাজার চেষ্টা করেও নড়তে পারেনি একচুল। অবশেষে, দীর্ঘ ৪০ বছর পর মুক্তির স্বাদ পেতে চলেছে। ভিন্ দেশে গিয়ে আটকে পড়া কোনও মানুষ নন, প্রকাণ্ড এক হিমশৈল, যাকে বরফের দ্বীপ বলা যায় হেসে খেলে, ৪০ বছরের বন্দিজীবন কেটে বেরোচ্ছে সেটি। (Iceberg A23a) নাম A23a, পৃথিবীর বৃহত্তম হিমশৈল। আয়তনে আমেরিকার নিউ ইয়র্ক শহরের চেয়ে তিন গুণ। দীর্ঘ ৪০ বছর ধরে আন্টার্কটিকা উপকূলে আটকে পড়ে ছিল। এতদিনে মুক্তির স্বাদ পেতে চলেছে। তবে এই…