ওদের খেলাটা ভাবাচ্ছে: জামশেদপুরের কাছে হেরে ফুটবলার দিকে আঙুল তুললেন মহমেডান কোচ
আশা জাগিয়েও শেষ পর্যন্ত পারল না মহমেডান। জামশেদপুর এফসির সামনে ব্যর্থ হল সাদা-কালো ব্রিগেড। তিন ম্যাচে হারের মুখ দেখার পর জয়ে ফিরল জামশেদপুর। মহমেডানকে ৩-১ গোলে হারিয়ে দিল তারা। চলতি লিগে এটি জামশেদপুর এফসির পাঁচ নম্বর জয়। এই জয়ের ফলে জামশেদপুর এফসি নয় ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে লিগ টেবলের সাত নম্বরে উঠে এসেছে। তিন থেকে সাত নম্বরে থাকা প্রত্যেক দলেরই সংগ্রহ এখন ১৫ পয়েন্ট করে। নয় ম্যাচে পাঁচ পয়েন্ট নিয়ে মহমেডান রয়ে গেল ১২ নম্বরেই। ১-৩ হারল মহমেডান- সোমবার…