Headline
এখানে প্রকাশিত বেশ কিছু সংবাদ অন্য ভাষা থেকে বাংলায় স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে অনুদিত, তাই ভাষান্তরে বানান ও অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনীয়।
শুধু একটা আম ৫০০ টাকা! চেখে নয়, দেখে স্বাদ মেটাচ্ছে শহরবাসী, কী আম জানেন?
শুধু একটা আম ৫০০ টাকা! চেখে নয়, দেখে স্বাদ মেটাচ্ছে শহরবাসী, কী আম জানেন?

#কলকাতা: বাজারে আমের আমদানি শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই। তুলনামূলক ভাবে এ বারে দাম একটু চড়া। বাজারে হিমসাগর ৮০-১৩০ টাকা প্রতি কেজি। ল্যাড়া ১০০-১৫০ টাকা কেজি। আম্রপালি ৮০-১২০ টাকা। ফজলি ১০০ টাকা। দামের ছ্যাকা খাওয়ার পরেও তাতেই হাত বাড়াচ্ছে সাধারণ মানুষ। তাই বলে একটি আম ৫০০ টাকা? দাম শুনে চক্ষু চড়কগাছ। কিনতে না পাড়লেও দেখেই স্বাদ মেটানোর লোকের অভাব নেই। কলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়ামে শুরু হয়েছে ম্যাঙ্গো ফেস্টিভ্যাল। সেখানেই বিভিন্ন জেলা থেকে হরেক রকমের আম নিয়ে এসেছেন কৃষকেরা। এখানে হরেক রকম…

Read More