ISL 2024-25: মুম্বই সিটিকে ৫-০ উড়িয়ে আইএসএল-এর প্লে-অফে ইতিহাস গড়ল বেঙ্গালুরু
শ্রী কান্তিরাভা স্টেডিয়ামে ইন্ডিয়ান সুপার লিগ (ISL) ২০২৪-২৫ মরশুমের নকআউট পর্বে মুম্বই সিটি এফসিকে (MCFC) ৫-০ গোলে উড়িয়ে দিয়ে সেমিফাইনালে জায়গা করে নিল বেঙ্গালুরু এফসি (BFC)। এই বিশাল জয়ের ফলে এখন তারা শেষ চারে এফসি গোয়ার (FC Goa) বিরুদ্ধে লড়াই করবে, আর এই পরাজয়ের মধ্য দিয়ে মুম্বই সিটির এবারের আইএসএল অভিযান শেষ হয়ে গেল। এ দিনের ম্যাচে বল দখলের লড়াইয়ে মুম্বই (৫৯.৫%) এগিয়ে থাকলেও, বেঙ্গালুরুর আক্রমণাত্মক ফুটবলই ম্যাচের পার্থক্য গড়ে দেয়। বেঙ্গালুরু ছয়টি অন-টার্গেট শটের মধ্যে পাঁচটিকে গোলে কনভার্ট…