‘যেন দিল চাহতা হ্যায়র…’ ইব্রাহিমের বিজ্ঞাপন দেখে সইফের সঙ্গে হুবহু মিল পেল সবাই
বলিউডে ডেবিউ করলেন সইফ আলি খানের বড় ছেলে ইব্রাহিম আলি খান। তবে সিনেমা নয়। বিজ্ঞাপন দিয়ে আত্মপ্রকাশ করলেন তিনি। আর সেটা দেখেই তাঁর সঙ্গে তাঁর বাবা সইফ আলি খানের অল্প বয়সের হুবহু মিল খুঁজে পেয়েছেন নেটিজেনরা। ইব্রাহিমের সঙ্গে সইফের হুবহু মিল পেল নেটপাড়া একটি বিজ্ঞাপনের মাধ্যমে পর্দায় ডেবিউ করলেন ইব্রাহিম। সেই বিজ্ঞাপনের একাধিক ছবি এদিন ভাইরাল হয়ে যায়। সেটা দেখেই নেটিজেনরা বলছেন তাঁকে সইফের থেকে বেশি সইফ লাগছে সেই বিজ্ঞাপনে। অনেকেই আবার দাবি করেছেন ৯০ দশকের সইফ আলি খানের…