Headline
এখানে প্রকাশিত বেশ কিছু সংবাদ অন্য ভাষা থেকে বাংলায় স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে অনুদিত, তাই ভাষান্তরে বানান ও অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনীয়।
ঘুম যদি নাই ভাঙে? বিক্রম, প্রজ্ঞানকে ছেড়ে ভবিষ্যতের পরিকল্পনা করছে ISRO
ঘুম যদি নাই ভাঙে? বিক্রম, প্রজ্ঞানকে ছেড়ে ভবিষ্যতের পরিকল্পনা করছে ISRO

সফল ভাবে চাঁদের দক্ষিণপৃষ্ঠে নেমেছিল বিক্রম। তারপর প্রজ্ঞানও কাজ করেছে চাঁদের মাটিতে। কিন্তু ১৪ দিন পর ঘুমিয়ে পড়েছে তারা। পৃথিবী থেকে হাজার ডাকাডাকিতেও তাদের সাড়া মিলছে না। চাঁদের পিঠে একবার ঘুমিয়ে পড়লে আর জাগানো যাবে কি না বিক্রম, প্রজ্ঞানকে, সেটাই ছিল লাখ টাকার প্রশ্ন! আপাতত জাগানো যাচ্ছে না তাদের। কিন্তু তাতে খুব একটা অসুবিধা নেই বলেই জানিয়ে দিয়েছেন ISRO-র চেয়ারম্যান এস সোমনাথ। সম্প্রতি সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে সোমনাথ বলেন, চন্দ্রযান ৩-এর রোভার এই মুহূর্তে ‘স্লিপ মোড’-এ রয়েছে। তবে…

Read More