Hockey WC 2023: নিউজিল্যান্ডের বিরুদ্ধে স্বপ্নভঙ্গ, বিশ্বকাপ থেকে ছিটকে গেল ভারত
হকি বিশ্বকাপে (FIH Men’s Hockey World Cup 2023) নিউজিল্যান্ড-ভারতের (India vs New Zealand) এক হাড্ডাহাড্ডি লড়াইয়ের সাক্ষী থাকলেন হকিপ্রেমীরা। কোয়ার্টার ফাইনালে পৌঁছনোর লক্ষ্যে দুই দলই এই ম্যাচে নিজেদের সর্বস্বটা উজাড় করে দেয়। তবে নির্ধারিত সময়ে ৩-৩ স্কোরলাইনেই ম্যাচ শেষ হয়। ভারতের হয়ে ললিত, সুখজিৎ ও বরুণ কুমার তিনটি গোল করেন। নিউজিল্যান্ডের হয়ে স্যাম লেন, কেন রাসেল ও সন ফিন্ডলে গোল করেন। ম্যাচের মতো পেনাল্টি শ্যুট আউটেও হাড্ডাহাড্ডি লড়াই চলে। ১৮টি শটের পর শেষমেশ জয় পায় নিউজিল্যান্ড। (Feed Source: abplive.com)