Champions League-র কোয়ার্টারে অবাক করা ফুটবল আর্সেনালের! ৩ গোলে হারাল রিয়ালকে
চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগের ম্যাচে নিজেদের ঘরের মাঠে অসাধারণ ফুটবল খেলল আর্সেলাল। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের তাঁরা ৩-০ গোলে হারিয়ে দিল। রুদ্ধশ্বাস ম্যাচে রিয়ালের ডিফেন্সের ফুটবলার কামাভিঙ্গা লাল কার্ড দেখলেন। গোটা ম্যাচেই প্রাধান্য বেশি ছিল আর্সেনালের। দেখে বোঝা যাচ্ছিল না, ইপিএলে মাইকেল আর্টেটার দল খেলছে না ২০০৪-০৫ সালের থিয়েরি অরিদের আর্সেনাল খেলছে। আগামী সপ্তাহে রয়েছে ফিরতি লেগের ম্যাচ। বুধবার রাতে রিয়াল মাদ্রিদকে নিজেদের ঘরের মাঠে কমপক্ষে ৪ গোলের ব্যবধানে জিততে হবে আর্সেনালের বিরুদ্ধে, সেমিফাইনালে পৌঁছাতে গেলে।…