Headline
এখানে প্রকাশিত বেশ কিছু সংবাদ অন্য ভাষা থেকে বাংলায় স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে অনুদিত, তাই ভাষান্তরে বানান ও অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনীয়।
ছৌ-নাচ, অকাল বোধন পালা থেকে স্বর্ণযুগের গান! পুজোর আগেই কলকাতায় পথ সঙ্গীত উৎসব
ছৌ-নাচ, অকাল বোধন পালা থেকে স্বর্ণযুগের গান! পুজোর আগেই কলকাতায় পথ সঙ্গীত উৎসব

আর কিছুদিন বাকি বাঙালির শ্রেষ্ঠ উৎসবের। সেই উৎসব শুরুর আগেই আয়োজিত হচ্ছে কলকাতা স্ট্রিট মিউজিক ফেস্টিভ্যাল। ঢাকের বোলে, ছৌ-নাচের তালের সঙ্গে বেজে উঠবে ধামসা মাদল, ঢোল। সানাইয়ের সুরে শোনা যাবে পুজোর আগমনের বার্তা। এই পথ উৎসবে দেখা যাবে বীরভূমের বহুরূপী শিল্পীদের পালা – দুর্গার অকাল বোধন। আবার একই সঙ্গে থাকছে মেদিনীপুরের পটশিল্পীদের আঁকা দুর্গা পটের গান। পথ শিল্পীদের নানা কায়দায় দুর্গা বন্দনা এই বছর কলকাতা স্ট্রিট মিউজিক ফেস্টিভালের আকর্ষণ। এই বছর কলকাতা স্ট্রিট মিউজিক ফেস্টিভালের চতুর্থ বছর। অনুষ্ঠানটির নিবেদনে…

Read More