ছৌ-নাচ, অকাল বোধন পালা থেকে স্বর্ণযুগের গান! পুজোর আগেই কলকাতায় পথ সঙ্গীত উৎসব

ছৌ-নাচ, অকাল বোধন পালা থেকে স্বর্ণযুগের গান! পুজোর আগেই কলকাতায় পথ সঙ্গীত উৎসব

আর কিছুদিন বাকি বাঙালির শ্রেষ্ঠ উৎসবের। সেই উৎসব শুরুর আগেই আয়োজিত হচ্ছে কলকাতা স্ট্রিট মিউজিক ফেস্টিভ্যাল। ঢাকের বোলে, ছৌ-নাচের তালের সঙ্গে বেজে উঠবে ধামসা মাদল, ঢোল। সানাইয়ের সুরে শোনা যাবে পুজোর আগমনের বার্তা। এই পথ উৎসবে দেখা যাবে বীরভূমের বহুরূপী শিল্পীদের পালা – দুর্গার অকাল বোধন। আবার একই সঙ্গে থাকছে মেদিনীপুরের পটশিল্পীদের আঁকা দুর্গা পটের গান। পথ শিল্পীদের নানা কায়দায় দুর্গা বন্দনা এই বছর কলকাতা স্ট্রিট মিউজিক ফেস্টিভালের আকর্ষণ।

এই বছর কলকাতা স্ট্রিট মিউজিক ফেস্টিভালের চতুর্থ বছর। অনুষ্ঠানটির নিবেদনে শ্যাম সুন্দর জুয়েলার্স। উৎসবের আয়োজন ও পরিকল্পনায় সুদীপ্ত চন্দ, সঙ্গে যৌথ উদ্যোগে রয়েছে চ্যাপ্টার টু। এছাড়াও, সহযোগিতায় রয়েছেন সোমা দাস, অনন্যা পাল, সুরজিৎ কালা। আগামী ২৯ সেপ্টেম্বর দুপুর বারোটা থেকে সাদার্ন আ্যভিনিউতে শুরু হচ্ছে কলকাতা স্ট্রিট মিউজিক ফেস্টিভ্যাল।

অনুষ্ঠানের মূল আয়োজক দ্য ড্রিমার্স-এর সুদীপ্ত চন্দ সংবাদমাধ্যমকে বলেন, ‘এটি সেইসব সঙ্গীতশিল্পীদের প্রতি শ্রদ্ধাঞ্জলি, যাঁরা রাস্তায় সঙ্গীত পরিবেশন করে জীবিকা নির্বাহ করেন। এটিকে সঙ্গীতের মাধ্যমে জীবনের উদযাপন হিসাবেও বিবেচনা করা যেতে পারে।  চলতি বছর দুর্গাপুজোর আগমনী সুর বেঁধে দেবে এই পথ সঙ্গীতের উৎসব।’

শহরের শিল্পীদের মধ্যে থেকে এই অনুষ্ঠানে উপস্থিত থাকছে ঋদ্ধি বন্দ্যোপাধ্যায় মিউজিক অ্যাকাডেমির ছাত্রীরা । তাদের কন্ঠে  শোনা যাবে  বাঙালির শ্রেষ্ঠ উৎসব শারদোৎসবের আগমনী গান। অন্যদিকে শিল্পী চন্দ্রিমা ভট্টাচার্যের কন্ঠে থাকছে পুজোর গান। এছাড়াও, বাঁশির সুরে ফেলে আসা দিনের গান শোনাবেন পার্ক স্ট্রিটের বাঁশি বিক্রেতা মহম্মদ ইব্রান। ফেলে আসা স্বর্ণযুগের গান শোনা যাবে তরুণ গোস্বামীর শিস্ ধ্বনিতেও।

(Feed Source: hindustantimes.com)