দ্বাদশে না থাকা বিষয়েরও পরীক্ষা দেওয়া যাবে কলেজের ভরতির সময়, CUET-তে নয়া নিয়ম
আগামী বছর থেকে CUET-UG পরীক্ষা শুধুমাত্র অনলাইনে হবে। এমনই জানালেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান জগদেশ কুমার। সংবাদসংস্থা পিটিআইয়ের সঙ্গে সাক্ষাৎকারে ইউজিসির চেয়ারম্যান জানিয়েছেন,উচ্চমাধ্যমিক স্তরে যে বিষয় নেই, সেটিরও পরীক্ষা দেওয়া যাবে। অর্থাৎ উচ্চমাধ্যমিক স্তরে যে বিষয় নিয়ে পড়াশোনা করুন না কেন, সেটা CUET-UG (কমন ইউনিভার্সিটি এন্ট্রাস টেস্ট- স্নাতক স্তর) পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হবে না। একগুচ্ছ নিয়ম পরিবর্তন CUET-UG পরীক্ষায় তবে শুধু সেই দুটি নয়, ২০২৫ সাল থেকে CUET-UG পরীক্ষার ক্ষেত্রে একাধিক নিয়ম পরিবর্তন হচ্ছে। ইউজিসির চেয়ারম্যান জানিয়েছেন,…