দেখার জন্য তেমন চোখ লাগে! কেউ না পেলেও, এই ছবির হাতিটিকে আপনি কি দেখতে পাচ্ছেন
রোজ কত কত Optical Illusion সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। কিন্তু তার মধ্যে কয়েকটি একেবারে সাধারণ হলেও, কিছু কিছুর সমাধান করতে বেশ চাপে পড়তে হয়। এই উপরের ধাঁধাটির কথাই ধরুন না! অনেকেরই বক্তব্য, এঠি নাকি সমাধান করা খুব কঠিন। অথচ সমাধান জানার পরে তাঁরাই বলেন, ‘যাহ বাবা! এত সহজ!’ হ্যাঁ, এটাই হয়। কিছু ধাঁধা এমন থাকে, যার সমাধান জানার পরে অনেকেই বলেন, এটির সমাধান করা তো মোটেই খুব কঠিন কাজ নয়! তাহলে পারলাম না কেন? আপনিও কি এই দলে…