কাফা নেশনসে পারফরম্যান্স বাড়িয়েছে আত্মবিশ্বাস, এশিয়ান কাপ কোয়ালিফায়ার্সে ভাগ্যবদলের আশায় ভারত
সিঙ্গাপুর: পরের পর হতাশাজনক পারফরম্যান্সে ভারতীয় ফুটবল যখন একেবারে তলানিতে, ঠিক তখনই দলের দায়িত্ব তুলে দেওয়া হয় খালিদ জামিলের (Khalid Jamil) হাতে। দায়িত্ব নিয়ে হতাশ করেননি ভারতীয় কোচ। কাফা নেশনস কাপে শক্তিধর দেশগুলির বিরুদ্ধে লড়াই করে তৃতীয় স্থান অধিকার করে ভারত। এবার লক্ষ্য এশিয়ান কাপ কোয়ালিফায়ার্সে ভাগ্যবদল। সেই উদ্দেশেই আজ সিঙ্গাপুরের বিরুদ্ধে (India vs Singapore) মাঠে নামছে ‘ব্লু টাইগার্স’রা। যোগ্যতা অর্জন পর্বে গ্রুপ সি-তে আপাতত সবার নীচে রয়েছে ভারতীয় দল। দুই ম্য়াচ খেলে গুরপ্রীত সিংহ সান্ধুদের দখলে রয়েছে মাত্র…



