আধুনিকতার যুগেও মোহনবাগানের নতুন ক্যান্টিনের খাবার জিভে জল আনবে
#কলকাতা: যারা কলকাতা ময়দানে নিয়মিত ফুটবল খেলা দেখতে গেছেন, তাদের কাছে মোহনবাগান ক্লাবের ক্যান্টিন অচেনা জায়গা নয়। চিকেন স্টু থেকে পাউরুটি টোস্ট, ঘুগনি, ভেজিটেবল চপ এবং ফিস কাটলেট ছিল এখানকার অতি পরিচিত মেনু। ইস্টবেঙ্গল ক্লাবের ক্যান্টিন সেভাবে নেই। ইস্টবেঙ্গলের খেলা দেখতে গেলে খেতে হত পুলিশ টেন্টে। শেষ কয়েক বছর অবশ্য আধুনিকতার যুগে ক্যাফেটরিয়া খুলেছিল লাল হলুদ। মোহনবাগানের কর্মকর্তারা এবার নতুন ভাবে ঢেলে সাজাচ্ছেন ক্লাব তাঁবু। এক বিখ্যাত ডিজাইনারকে দিয়ে আগেই মেরামত করা হয়েছে ক্লাবের ভেতর। চুনি গোস্বামীর নামে গেট…