Student Punishment: বকেয়া ফি দিতে দেরি, ছাত্রদের গোটা দিন অন্ধকার ঘরে আটকে রাখল স্কুল!
অর্কিড ইন্টারন্যাশনাল স্কুল ছাত্রদের এই ধরনের শাস্তি দিয়েছে, যা তাদের মানসিক চাপ সৃষ্টি করেছে বলে জানা গিয়েছে। রেগে যাওয়া অভিভাবকেরা এই আচরণের নিন্দা করেছেন৷ তারা বলেছেন যে, এটি তাদের সন্তানদের অ্যাকাডেমিক পারফরম্যান্সে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। এখানেই শেষ নয়৷ স্কুল ছাত্রদের হুমকি দিয়েছে৷ বলা হয়েছে, তারা যদি স্কুলের বিরুদ্ধে কোন অভিযোগ দায়ের করে তাহলে তার মারাত্মক ফল ভুগতে হবে। তবে এমন ঘটনা শুধু এই স্কুলেই ঘটেছে তা নয়৷ ফি দিতে দেরি করায় অনেক স্কুলই ছাত্রদের সঙ্গে এমন ব্যবহার করে…