Bengaluru News: ভয়ঙ্কর ঘটনা বেঙ্গালুরুতে! ‘দাঁড়াও, আমরা আরবিআই অফিসার!’ প্রকাশ্যে মাত্র ৩০ মিনিটে লুট ৭ কোটি টাকা!
Bengaluru News: পুলিশ সূত্রে জানা গিয়েছে, ক্যাশ ভ্যানটি সিএমএস লজিস্টিকস-এর ছিল এবং ভ্যানটি সেই সময় এইচডিএফসি ব্যাংকের জেপি নগর শাখার জন্য নগদ টাকা পরিবহণ করছিল। ভয়াবহ ঘটনা বেঙ্গালুরুতে! বেঙ্গালুরু: বেঙ্গালুরুর অন্যতম ব্যস্ততম এলাকা অশোকা পিলার। আর সেখানেই কিনা দিনের আলোয় ঘটে গেল দুঃসাহসিক ডাকাতি। কেন্দ্রীয় সরকারি আধিকারিক সেজে একটি এটিএম ক্যাশ ভ্যান থামিয়ে প্রায় ৭ কোটি টাকা লুঠ করে চম্পট দিয়েছে একটি অপরাধী চক্র। ঘটনার পর থেকে কার্যত স্তম্ভিত পুলিশ। প্রশ্ন উঠেছে, খাস বেঙ্গালুরু শহরের নিরাপত্তা নিয়েই। পুলিশ সূত্রে…





