হ্যাজেলউডের আগুনে বোলিং সামলে দুরন্ত জয়, ৫ উইকেটে RCB-কে হারাল PBKS
বেঙ্গালুরু: ৯৬ রানের লক্ষ্য খুব একটা কঠিন ছিল না। তবে নতুন বলে জশ হ্যাজেলউডের (Josh Hazlewood) দুরন্ত বোলিংয়ে এক সময় বেশ চাপেই পড়ে গিয়েছিল পঞ্জাব কিংস। শেষমেশ সেই চাপ সামলে দলের বৈতরণী পার করালেন নেহাল ওয়াধেরা (Nehal Wadhera)। ১১ বল বাকি থাকতে পাঁচ উইকেটে ম্যাচ জিতল পঞ্জাব। এদিন স্বল্প রানের লক্ষ্যমাত্রা নিয়ে মাঠে নামা পঞ্জাব কিংসের দুই ওপেনার শুরু থেকেই বেশ চালিয়ে খেলছিলেন। তবে না প্রভসিমরন সিংহ, না প্রিয়াংশ আর্য, কেউই বড় রান পাননি। তাঁরা যথাক্রমে ১৩ ও ১৬…