একসময়ে তাঁরাই ছিলেন টুর্নামেন্টের সম্পদ, আগামী আইপিএলে হয়ত দলই পাবেন না এই ৭ জন
টাটা আইপিএলের নিলাম পর্ব আয়োজিত হতে চলেছে আগামী ডিসেম্বরে। গত কয়েক মরশুমে দাপট দেখানো এই কয়েকজন প্লেয়ারকে হয়ত নিলাম থেকে নেবে না কোনও দলই। এক মরশুমে আইপিএলে পার্পল ক্যাপও জিতেছিলেন। চেন্নাইয়ের জার্সিতে খেতাবও জিতেছেন। জাতীয় দলের অংশও ছিলেন। কিন্তু ৩৭ পেরনো মোহিত শর্মাকে আগামী আইপিএলে হয়ত আর দেখা যাবে না। ১২০ ম্য়াচে ১৩৪ উইকেট ঝুলিতে পুরে নেওয়া মোহিতকে হয়ত কোনও দলই নিতে আগ্রহ দেখাবে না। করণ শর্মা ৩৮ পেরিয়েছেন। শেষ মরশুমে মুম্বই ইন্ডিয়ান্সের জার্সিতে খেলেছিলেন। ৬ ম্য়াচে ৭ উইকেটও…







