মহিলা টি-২০-তে ICC-র বর্ষসেরা দলের ৯ ক্রিকেটার এবার WPL-এ

মহিলা টি-২০-তে ICC-র বর্ষসেরা দলের ৯ ক্রিকেটার এবার WPL-এ

 

শুভব্রত মুখার্জি: আইপিএলের ধাঁচে ভারতে এবার শুরু হতে চলেছে ডব্লুপিএল। প্রথম আসরের আগে সেই ডব্লুপিএলের নিলামের আসর অনুষ্ঠিত হয়ে গেল সোমবার। যেখানে মোট ৮৭ জন দেশি-বিদেশি ক্রিকেটার জায়গা করে নিয়েছেন পাঁচটি ফ্রাঞ্চাইজিতে। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল আইসিসির বর্ষসেরা দলের ১১ জন ক্রিকেটারের প্রায় সকলেই জায়গা করে নিয়েছেন ডব্লুপিএলে। একমাত্র পাকিস্তানের নিদা ধর যিনি নিলামেই অংশ নিতে পারেননি তিনি জায়গা পাননি। পাশাপাশি জায়গা পাননি শ্রীলঙ্কার ইনোকা রানাউইরা। যদিও নিলামে তিনি নিজের নাম নথিউ করেছিলেন। অর্থাৎ আইসিসির বর্ষসেরা মহিলা টি-২০ একাদশের ১১ জন ক্রিকেটারের মধ্যে ৯ জনেই জায়গা পেয়েছেন ডব্লুপিএলের কোনও না কোনও ফ্রাঞ্চাইজিতে।

৯ জন ক্রিকেটারের মধ্যে চারজন জায়গা করে নিয়েছেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরে। তিনজন জায়গা পেয়েছেন ইউপি ওয়ারিয়র্সে। আর দুজন জায়গা পেয়েছেন গুজরাট জায়ান্টস দলে। আরসিবিতে জায়গা পেয়েছেন ভারতের স্মৃতি মন্ধানা, নিউজিল্যান্ডের সোফি ডিভাইন, ভারতের রিচা ঘোষ এবং রেনুকা ঠাকুর। গুজরাট জায়ন্টসের হয়ে খেলার সুযোগ পেয়েছেন অস্ট্রেলিয়ার বেথ মুনি এবং অ্যাশ গার্ডনার। ইউপি ওয়ারিয়র্সের হয়ে খেলার সুযোগ পেয়েছেন অস্ট্রেলিয়ার তাহিলা ম্যাকগ্রাথ, ভারতের দীপ্তি শর্মা এবং ইংল্যান্ডের সোফি একেলস্টোন।

আরসিবি স্মৃতি মন্ধানাকে কিনতে খরচ করেছে তিন কোটি ৪০ লাখ টাকা। নিউজিল্যান্ডের সোফি ডিভাইনকে তারা কিনেছে ৫০ লাখ টাকায়। রিচা ঘোষকে কিনতে খরচ পড়েছে ১ কোটি ৯০ রাখ এবং রেনুকাকে কিনতে খরচ হয়েছে ১ কোটি ৫০ লাখ। অন‌্যদিকে গুজরাট ২ কোটি টাকায় বেথ মুনিকে এবং ৩ কোটি ২ লাখ টাকা খরচ করে অ্যাশলে গার্ডনারকে দলে নিয়েছে। ইউপি ওয়ারিয়র্স দীপ্তিকে কিনতে খরচ করেছে ২ কোটি ৬০ লাখ টাকা। ২ কোটি ৪০ লাখ টাকায় তাহিলা ম্যাকগ্রাথকে দলে নিয়েছে তারা। সোফি একেলস্টোনকে নিতে খরচ পড়েছে ১ কোটি ৮০ লাখ টাকা। আরসিবি মোট ১৮, ইউপি ওয়ারিয়র্স ১৬ এবং গুজরাট জায়ান্টস ১৮ জন ক্রিকেটারকে দলে নিয়েছে এই নিলামের মধ্যে দিয়ে।

(Feed Source: hindustantimes.com)