‘কাগজ দেখাক বিশ্বভারতী’, অমর্ত্যর সমর্থনে পোস্ট, পড়ুয়াকে শোকজ কর্তৃপক্ষের

‘কাগজ দেখাক বিশ্বভারতী’, অমর্ত্যর সমর্থনে পোস্ট, পড়ুয়াকে শোকজ কর্তৃপক্ষের

কলকাতা: জমি নিয়ে টানাপোড়েন চলছে। শান্তিনিকেতন (Santiniketan News) থেকে তার আঁচ এসে পড়েছে শহর কলকাতাতেও। সেই আবহেই এক পড়ুয়াকে শোকজ করলেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় (Visva Bharati University) কর্তৃপক্ষ। ফেসবুকে নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের (Amartya Sen) সমর্থনে লেখা পোস্ট করেছিলেন তিনি। তাতেই তাঁকে শোকজ করা হয়েছে বলে জানা গিয়েছে।

অমর্ত্যকে সমর্থন কের ফেসবুকে লেখা, শোকজ পড়ুয়াকে

বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর স্তরের ছাত্র সৌমনাথ সৌ। তিনি বামপন্থী ছাত্র সংগঠন এসএফআইজ-এর সঙ্গেও যুক্ত। অমর্ত্যের সমর্থনে লেখা পোস্ট করেছিলেন ফেসবুকে। তাতেই কর্তৃপক্ষের শোকজের চিঠি পৌঁছেছে তাঁর কাছে। বিশ্বভারতীর ছাত্র হয়ে কর্তৃপক্ষের বিরুদ্ধে সরব হলেন কী করে, প্রশ্ন করা হয়েছে তাঁকে।

শুধু তাই নয়, শোকজের চিঠিতে ওই ছাত্রকে শৃঙ্খলাভঙ্গ নিয়ে কড়া বার্তাও দেওয়া হয়েছে। বলা হয়েছে, ফের শৃঙ্খলাভঙ্গ করলে ওই ছাত্রের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে। এ ব্যাপারে সংবাদমাধ্যমে প্রতিক্রিয়া জানাননি ওই ছাত্র। তবে এই ঘটনায় ফের একবার প্রশ্নের মুখে বিশ্বভারতী কর্তৃপক্ষ। বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে।

অমর্ত্যর সমর্থনে সম্প্রতি ফেসবুকে ওই পড়ুয়া লেখেন, ‘সমষ্টি এবং ভূমি সংস্কার আধিকারিকের দফতর থেকে দেওয়া তথ্য বলছে, ১.৩৮ একর জমির মালিক অধ্যাপক অমর্ত্য সেনের পিতা আশুতোষ সেন। তাহলে শুধুই কি উপাচার্যের নিজস্ব স্বার্থসিদ্ধির জন্য টার্গেট করা হচ্ছে? যদি না হয়, তাহলে বিশ্বভারতী .১৩ একর জমির মালিকানার কাগজ বের করুক এবং আদালতের হস্তক্ষেপে বিষয়টির নিষ্পত্তি হোক। নোংরামির একটা সীমা থাকা উচিত’।

বিশ্বভারতী এবং অমর্ত্যের মধ্যেকার টানাপোড়েনের আঁচ এসে পডেছে রাজ্য রাজনীতিতেও

তবে বিশ্বভারতী এবং অমর্ত্যের মধ্যেকার টানাপোড়েনের আঁচ এসে পডেছে রাজ্য রাজনীতিতেও। এর আগে, বীরভূম সফরে গিয়ে নিজেহাতে অমর্ত্যকে পৈতৃক ভিটের কাগজপত্র দিয়ে এসেছিলেন মমতা। সোমবার বিধানসভাতেও বিষয়টি নিয়ে সরব হন তিনি। অমর্ত্যর মতো মানুষকে জমি দখলকারী বলে দাগিয়ে দেওয়া নিয়ে প্রশ্ন তোলেন। lতাঁর সরকার হলে অমর্ত্যর পায়ে জমি নিবেদন করত বলে জানান। শুধু তাই নয়, বিজেপি ঢুকে বিশ্বভারতীর পরিবেশ নষ্ট করছে, ছাত্রদের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে বলেও অভিযোগ করেন মমতা। জমি বিতর্কে বাম-কংগ্রেসও অমর্ত্যর সমর্থনেই মুখ খুলেছে।

(Feed Source: abplive.com)