কাকে ছাড়বেন, কাকে রাখবেন! একসঙ্গে দুই প্রেমিকাকেই বিয়ে করলেন ঝাড়খণ্ডের যুবক
#কলকাতা: এক নয়, একসঙ্গে দু’ জন প্রেমিকাকে বিয়ে করলেন প্রেমিক৷ এমনই দৃশ্যের সাক্ষী থাকল ঝাড়খণ্ডের লোহারডাগায়৷ তিন জনের সম্মতিতেই অভিনব এই বিয়ে সম্পন্ন হয়েছে৷ যে বিয়ের খবর আপতত গোটা দেশে ভাইরাল৷ দুই প্রেমিকাকে একসঙ্গে ছাদনাতলায় নিয়ে আসার এই অসাধ্য সাধন করেছেন সন্দীপ ওরাওঁ নামে এক যুবক৷ তাঁর দুই স্ত্রীর নাম কুসুম লাকড়া এবং সাথী কুমারী৷ লোহারডাগার ভান্দ্রা ব্লকের বান্দা গ্রামে এই ঘটনা ঘটেছে৷ জানা গিয়েছে, সন্দীপ এবং কুসুম তিন বছর ধরে লিভ ইন সম্পর্কে ছিলেন৷ তাঁদের একটি সন্তানও রয়েছে৷…