‘বাড়াবাড়ি’ করে ফেললেন জীতুই? সমস্ত চ্যাট ফাঁসের পর দিতিপ্রিয়া বললেন, ‘পাত্তা পায়নি বলেই…’!
বর্তমানে জনপ্রিয় ধারাবাহিক ‘চিরদিনই তুমি যে আমার’-এ নতুন জুটি হয়ে মন কেড়েছেন জীতু-দিতিপ্রিয়া। পর্দার রসায়ন বাস্তবেও কি এক করতে চেয়েছিলেন নায়ক? কিন্তু দিতিপ্রিয়ার তেমন কোনও ইচ্ছা ছিল না বলেই জানা যায়। হোয়াটসঅ্যাপ চ্যাটে দেখা যায়, জীতুই নিজে যোগাযোগ করেন সহ-অভিনেত্রীর সঙ্গে। ব্যক্তিগত কথাবার্তা চালিয়ে যান। তার সতর্ক, সরল উত্তর দিতেও দেখা যায় দিতিপ্রিয়াকে। যদিও গোলমাল হয়ে যায় কয়েকটি টেক্সটে। সেখানে ডাক্তারের কাছে যাওয়ার কথা বলতেই জীতু বলে ওঠেন, “কেন তুমি কি প্রেগন্যান্ট?’ অতিরিক্ত ইয়ার্কির ঢঙে বেশ লঘু চালেই কথাটা…

