‘Dance বাংলা Dance’-এর মঞ্চে ‘গৌরী এলো’র মোহনা, নাচ দেখে কী বলছেন বিচারকরা?
জমে উঠেছে নাচের রিয়্যালিটি শো ‘Dance বাংলা Dance’। প্রত্যেক সপ্তাহন্তেই এই শোয়ে নতুন কিছু উপহার পান দর্শকরা। এই সপ্তাহেও তার অন্যথা হবে না। এবার ‘Dance বাংলা Dance’-এ নতুন চমক নিয়ে হাজির হবেন মহাগুরু মিঠুন চক্রবর্তী ও বিচারক শুভশ্রী, শাবন্তী, মৌনিরা। এবার ডান্স বাংলা ডান্সের আসর জমাতে চমক হিসাবে থাকছে ‘গৌরী এলো’ ধারাবাহিকের ‘গৌরী’ ওরফে অভিনেত্রী মোহনা মাইতির জমকালো পারফরম্যান্স। ‘Dance বাংলা Dance’-এর মঞ্চে জমজমাট প্রতিযোগিতা গৌরী এলো ধারাবাহিকের গৌরীর সঙ্গে প্রতিযোগিতায় সামিল হয়েছেন বাগুইআটির প্রিয়াঙ্কা। সঙ্গে জমিয়ে দিয়েছেন হুগলির…