Headline
এখানে প্রকাশিত বেশ কিছু সংবাদ অন্য ভাষা থেকে বাংলায় স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে অনুদিত, তাই ভাষান্তরে বানান ও অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনীয়।
শিবরাত্রিতে দুধের অপচয় রুখতে অভিনব উদ্যোগ! এই পুরোহিতকে ধন্য ধন্য করছে সকলে
শিবরাত্রিতে দুধের অপচয় রুখতে অভিনব উদ্যোগ! এই পুরোহিতকে ধন্য ধন্য করছে সকলে

মহাশিবরাত্রির দিন শিবলিঙ্গকে দুধ দিয়ে স্নান করানোর রীতি প্রচলিত। তবে এই রীতির কিছু বিরুদ্ধমতও রয়েছে। ভারতের হাজার হাজার শিবমন্দির ও শিবলিঙ্গ রয়েছে আদিকাল থেকেই। এই সবকটি মন্দিরে কোটি কোটি ভক্তসমাগম হয় মহাশিবরাত্রির দিন। ফলে শিবরাত্রিতে প্রচুর পরিমাণ দুধ শিবের মাথায় ঢালা হয়ে থাকে। এত পরামাণ দুধ অপচয়ের বিরুদ্ধে অনেকেই প্রতিবাদ করেন। যে দেশে কোটি কোটি মানুষ অভুক্ত থাকেন, দুধের মতো পুষ্টিকর খাবার থেকে বঞ্চিত থাকেন, সেই দেশে এমন শুধু শিবলিঙ্গ স্নান করাতেই গ্যালন গ্যালন দুধ অপচয় করা হয় বলে…

Read More