এই ধাবার আলু পরোটা খাওয়ার জন্য দূরদূরান্ত থেকে ছুটে আসে সবাই
পূর্ব বর্ধমান: জেলার মধ্যে অন্যতম ব্যস্ত রাস্তা হল কাটোয়া-বর্ধমান রোড। জেলার বিভিন্ন সদর দফতর রয়েছে বর্ধমান শহরে। যে কারণে প্রত্যেকদিনই বহু মানুষ জেলার বিভিন্ন প্রান্ত থেকে এখানে আসেন। প্রায় প্রত্যেকদিনই বিভিন্ন কারণে কাটোয়া হয়ে বর্ধমান যেতে হয় মুর্শিদাবাদ, নদিয়ার বহু মানুষকে। আর এই কাটোয়া-বর্ধমান রোড দিয়ে যারা যাতায়াত করেন তাঁদের খাবার খাওয়ায় জন্য কোনও না কোনও জায়গায় একবার হলেও দাঁড়াতে হয়। এই প্রতিবেদনে কাটোয়া-বর্ধমান রোডের উপর টিফিন করার এক দারুণ জায়গার সন্ধান দেব আপনাদের। এই রোডেই রয়েছে একটি জনপ্রিয়…