প্রাণচঞ্চল শহর এখন শ্মশানভূমি, কী ছিল আর কী হল গাজা, দেখাল স্যাটেলাইট থেকে তোলা ছবি
দিল্লি: কার হাতে শুরু হয়েছে, কে শেষ করবে, সেই নিয়ে জল্পনা-কল্পনা জারি। কিন্তু ২০ দিনে কার্যত মাটিতে মিশে গিয়েছে গাজা। সীমান্তের ওপার থেকে মুহুর্মুহু বোমা, রকেট বর্ষণ করে চলেছে গাজা। তাতে একদিকে যেমন মৃত্যুমিছিল চলছে, তেমনই অন্য দিকে গাছপালা, বাড়িঘর সব ধুলোয় মিশে গিয়েছে। আর শুধু দাবি নয়, এবার স্যাটেলাইট থেকে তোলা ছবিতে মিলল প্রমাণ। (Israel Palestine War) মহাকাশ প্রযুক্তি সংস্থা MAXAR কৃত্রিম উপগ্রহ থেকে ধ্বংসপ্রাপ্ত গাজার যে ছবি সামনে এনেছে, তা শিউড়ে ওঠার মতোই। তাতে দেখা গিয়েছে, ৭…