নিয়মিত গঙ্গা আরতি থেকে ভালো ব়্যাঙ্কে NEET পাশ, চর্চায় মেধাবী বিভু
সম্প্রতি প্রকাশ হয়েছে নিট পরীক্ষার ফলাফল। সামনে এসেছে বহু পড়ুয়ার কঠোর পরিশ্রম ও একাগ্রতার কাহিনী। তাঁদেরই একজন হলেন বিভু উপাধ্যায়। উত্তরপ্রদেশের বদৌন জেলার বাসিন্দা ৭২০-র মধ্যে ৬২২ মার্কস পেয়ে নিট পাশ করেছেন। এই বিভু ২০১৯ সাল থেকে নিয়মিত গঙ্গা আরতি করে এসেছেন। এই আবহে এই নিট পরীক্ষার্থীকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে জোর চর্চা। জানা গিয়েছে, নিয়মিত কাছলা ঘাটে গঙ্গা আরতি করতেন বিভু। পরীক্ষায় পাশ করার পর তাই তিনি বলছেন, ‘মা গঙ্গার আশীর্বাদেই নিট পরীক্ষা পাশ করেছি’। এদিকে বিভু…